00:00
02:44
এই গানটির সম্পর্কে বর্তমানে কোনো তথ্য নেই।
একটা মানুষ ছিল গল্প ভরা
একলা শেষের সারিতে
একলা মানুষ, কিছু অল্প তারা
কাঁদতো রাতের বাড়িতে
তার ছেঁড়া তার, নৌকোর হাহাকার
বালুচর ঘুরে মরেছে
তার বেড়াজাল বারবার ছুঁয়ে নোনাজল
জানালা জুড়ে পুড়েছে
সূর্যহারা রাতে শিকল হাতে
আকাশ খুঁজো না
এ আঁধার রাতের তরণী যে পার করোনি
এ পথ অজানা
♪
থেমো না এ রাতে, জোছনা কাঁদে
জেগো না, জেগেছে মোহনায়
আজ বাঁচতে চাইছে কেউ কি অবেলায়?
আগুনে ফাগুন ভুলেছে
আজ বাঁচতে চাইছে কেউ কি মহাকাশ?
পাঁজরে জাহাজ এঁকেছে
সূর্যহারা রাতে শিকল হাতে
আকাশ খুঁজো না
এ আধার রাতের তরণী যে পার করোনি
এ পথ অজানা