00:00
05:30
বাপ্পা মাজুমদারের "পড়ি" গানটি বাংলাদেশের সঙ্গীত জগতের এক জনপ্রিয় সৃষ্টি। এই গানে বাপ্পা তাঁর অনন্য সুর ও মর্মস্পর্শী লিরিক্সের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে গভীর ছাপ রেখে গেছেন। "পড়ি" গানটি প্রেমের নানান অনুভূতি এবং জীবনের বিভিন্ন রঙের সুন্দর প্রকাশ ঘটায়। বাপ্পা মাজুমদারের কণ্ঠস্বর ও সুরের মেলবন্ধন এই গানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে, যা শোনা প্রতিটি মানুষকে মুগ্ধ করে। এই গানটি বাপ্পার সঙ্গীত ক্যারিয়ারকে চিরকালীন করে তুলতে ব্যর্থ হয়নি এবং বহু হৃদয়ে নিজের স্থান করে নিয়েছে।
আজ তোমার মন খারাপ, মেয়ে
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেবো
মেঘ থেকে বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
আজ তোমার মন খারাপ, মেয়ে
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেবো
মেঘ থেকে বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
আজ তোমার চোখের কোণে জল
বৃষ্টিও অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে (তোমার সাথে সাথে)
আমার পথে পথে (আমার পথে পথে)
আজ তোমার চোখের কোণে জল
বৃষ্টিও অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে (তোমার সাথে সাথে)
আমার পথে পথে (আমার পথে পথে)
আমি তোমার জন্য এনে দেবো
অঝোর শ্রাবণ
পাখিকে করে দেবো তোমার আপনজন
পরী, তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী, তুমি ভাসবে মেঘের ভাঁজে
আজ তোমার জোছনা হারায় আলো
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন (যখন তখন)
বিষাদ করে ভর (বিষাদ করে ভর)
আজ তোমার জোছনা হারায় আলো
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন (যখন তখন)
বিষাদ করে ভর (বিষাদ করে ভর)
আমি তোমার জন্য এনে দেবো
অঝোর শ্রাবণ
(আকাশ ছোঁয়া জল-জোছনা)
পরী, তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী, তুমি ভাসবে মেঘের ভাঁজে
আজ তোমার মন খারাপ, মেয়ে
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেবো
মেঘ থেকে বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি