00:00
05:51
"Jotodure" ওয়ারফেজের একটি জনপ্রিয় গান, যা বাংলাদেশি মেটাল সঙ্গীত জগতের একটি মাইলফলক হিসেবে বিবেচিত। গানটির শক্তিশালী গিটার রিফ এবং গভীর লিরিক্স শ্রোতাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ওয়ারফেজ তাদের বিচক্ষণ সুরের মাধ্যমে সামাজিক ও রূপান্তরমুখী বার্তা প্রদান করে, যা "Jotodure" তে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই গানটি ফ্যানদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং লাইভ পারফরম্যান্সের সময় সবার মন জয় করে।
চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলি হয়ে রবে তুমি আমারই চিরকাল
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
♪
কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কত রাত কেটেছে তোমারই আশাতে
কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কত রাত কেটেছে তোমারই আশাতে
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
♪
চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলি হয়ে রবে তুমি আমারই চিরকাল
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি