00:00
04:39
এ মুহূর্তে এই গানটির সাথে সম্পর্কিত কোনো তথ্য উপলব্ধ নেই।
পাগল হয়ে আছি তোরেই কারণ
সাথে করে এনেছি নে এই মন
তোর হাসির ছল, তোর চুলের দল
আমাকে কেড়ে নেয়
তোর চোখের ঝিল জানি
বেরনো মুশকিল মানি
তাও পারি না যে
এগিয়ে গিয়েছে আমারই দুটো পা
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
♪
সত্যি করে বল তোর কি মনে হয়
মনের কোলাহল কেউ কারোর নয়
ব্যস্ত আছে খুব বুকের চালাচল
মায়াবি লাগে সব রূপোলি এ সময়
তোর চোখের ঝিল জানি
বেরনো মুশকিল মানি
তাও পারি না যে
এগিয়ে গিয়েছে আমারই দুটো পা
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
তোকে চাওয়ারা পাওয়ারা নয় যে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
♪
একলা ছিল মন ধূসর এতদিন
এক ঝলকে তোর হয়েছে কি রঙিন
শুনতে পেলে যেই নূপুর বাজে তোর
বাঁচে থাকাই দায়, মরে যাওয়া কঠিন
তোর চোখের ঝিল জানি
বেরোনো মুশকিল মানি
তাও পারি না যে
এগিয়ে গিয়েছে আমারই দু'টো পা
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না