00:00
04:19
এই গানের সম্পর্কে আপাতত কোনো তথ্য নেই।
মন একে একে দুই
একাকার আমি তুই
আর না চোখ ফিরিয়ে একটু হাস
নেই মনে কি কিছুই?
তোর ঠোঁটের ডানা ছোঁই
মিলবে সব জীবনের calculus
স্মৃতিরা গেছে পরবাস
কথারা হয়েছে নিঝুম
এ বুকে তবু ১২ মাস
ভালোবাসারই মরশুম
ভালোবাসারই মরশুম
ডাকনামে ডেকে যাই
সেই আগের তোকে চাই
সেই যে সেই তাকালেই সর্বনাশ
♪
ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়
তোর ঠিকানায় পাঠালাম এ হৃদয়
প্রেম হলে এক সুরে গান বেজে যায়
সে দেয় জখম, তবু সেই তো ভেজায়
ব্যথারা ফিরেছে এপাশ
বালিশে জমে ভাঙা ঘুম
এ বুকে তবু ১২ মাস
ভালোবাসারই মরশুম
ভালোবাসারই মরশুম
দিন বদলে যাবে ফের
হাত ধরে সময়ের
ফুটবে ঠিক মনমাফিক মন-পলাশ
ফুটবে ঠিক মনমাফিক মন-পলাশ
ফুটবে ঠিক মনমাফিক মন-পলাশ