background cover of music playing
Bhalobashar Morshum (Male version) - Arijit Singh

Bhalobashar Morshum (Male version)

Arijit Singh

00:00

04:19

Song Introduction

এই গানের সম্পর্কে আপাতত কোনো তথ্য নেই।

Similar recommendations

Lyric

মন একে একে দুই

একাকার আমি তুই

আর না চোখ ফিরিয়ে একটু হাস

নেই মনে কি কিছুই?

তোর ঠোঁটের ডানা ছোঁই

মিলবে সব জীবনের calculus

স্মৃতিরা গেছে পরবাস

কথারা হয়েছে নিঝুম

এ বুকে তবু ১২ মাস

ভালোবাসারই মরশুম

ভালোবাসারই মরশুম

ডাকনামে ডেকে যাই

সেই আগের তোকে চাই

সেই যে সেই তাকালেই সর্বনাশ

ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়

তোর ঠিকানায় পাঠালাম এ হৃদয়

প্রেম হলে এক সুরে গান বেজে যায়

সে দেয় জখম, তবু সেই তো ভেজায়

ব্যথারা ফিরেছে এপাশ

বালিশে জমে ভাঙা ঘুম

এ বুকে তবু ১২ মাস

ভালোবাসারই মরশুম

ভালোবাসারই মরশুম

দিন বদলে যাবে ফের

হাত ধরে সময়ের

ফুটবে ঠিক মনমাফিক মন-পলাশ

ফুটবে ঠিক মনমাফিক মন-পলাশ

ফুটবে ঠিক মনমাফিক মন-পলাশ

- It's already the end -