00:00
06:10
এই গানটির সম্পর্কে আপাতত কোনও তথ্য নেই।
আঁধার রাতে তোমায় হারিয়ে
চলেছি আমি অজানা পথে
তবুও কেনো তুমি কোথাও নেই
এই নির্জনতায় আমারই মাঝে
হারিয়ে গেছো সেই রাতেরই ভীড়ে
প্রতীক্ষা তোমার সেই অজানা পথে
হারিয়ে গেছো সেই রাতেরই ভীড়ে
প্রতীক্ষা তোমার সেই অজানা পথে
কোন পথে তুমি দাঁড়িয়ে
চলেছি আমি তোমারই খোজে
তবুও কেনো তুমি কোথাও নেই
স্মৃতিগুলো আজ তোমারই খোজে
হারিয়ে গেছো সেই রাতেরই ভীড়ে
প্রতীক্ষা তোমার সেই অজানা পথে
হারিয়ে গেছো সেই রাতেরই ভীড়ে
প্রতীক্ষা তোমার সেই অজানা পথে