background cover of music playing
Ei Je Dunia - BAGDHARA

Ei Je Dunia

BAGDHARA

00:00

05:12

Song Introduction

There is currently no relevant information about this song.

Similar recommendations

Lyric

ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ

যেমনি নাচাও তেমনি নাচি

পুতুলের কি দোষ?

তুমি ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ

যেমনি নাচাও তেমনি নাচি

পুতুলের কি দোষ?

যেমনি নাচাও তেমনি নাচি

যেমনি নাচাও তেমনি নাচি

তুমি খাওয়াইলে আমি খাই

আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই

তুমি হাকিম হইয়া হুকুম কর

পুলিশ হইয়া ধর

সর্প হইয়া দংশন কর

ওঝা হইয়া ঝাড়

তুমি হাকিম হইয়া হুকুম কর

পুলিশ হইয়া ধর

সর্প হইয়া দংশন কর

ওঝা হইয়া ঝাড়

তুমি বাঁচাও তুমি মার

ও তুমি বাঁচাও তুমি মার

তুমি বিনে কেহ নাই

আল্লাহ তুমি বিনে কেহ নাই

এই যে দুনিয়া কিসেরও লাগিয়া

এত যত্নে গড়াইয়াছেন সাঁই

এই যে দুনিয়া

এই যে দুনিয়া কিসেরও লাগিয়া

এত যত্নে গড়াইয়াছেন সাঁই

এই যে দুনিয়া

এই যে দুনিয়া

তুমি বেহেস্ত তুমি দোজখ

তুমি ভাল মন্দ

তুমি ফুল তুমি ফল

তুমি তাতে গন্ধ

তুমি বেহেস্ত তুমি দোজখ

তুমি ভাল মন্দ

তুমি ফুল তুমি ফল

তুমি তাতে গন্ধ

আমার মনের এই আনন্দ

ও আমার মনের এই আনন্দ

কেবল আল্লাহ তোমায় চাই

আমি কেবল আল্লাহ তোমায় চাই

এই যে দুনিয়া কিসেরও লাগিয়া

এত যত্নে গড়াইয়াছেন সাঁই

এই যে দুনিয়া

এই যে দুনিয়া কিসেরও লাগিয়া

এত যত্নে গড়াইয়াছেন সাঁই

এই যে দুনিয়া

এই যে দুনিয়া

এই যে দুনিয়া

এই যে দুনিয়া

এই যে দুনিয়া

- It's already the end -