background cover of music playing
Voboghure Novoshchor - Metrolife

Voboghure Novoshchor

Metrolife

00:00

05:53

Song Introduction

এই গানের সম্পর্কিত বর্তমানে কোনো তথ্য উপলব্ধ নেই।

Similar recommendations

Lyric

তুমি এই নগরীর অপরিচিতা চিল

নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা

কার্ণিশে তুলে রাখো বেদনার নীল

বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা

তুমি এই নগরীর অপরিচিতা চিল

নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা

কার্ণিশে তুলে রাখো বেদনার নীল

বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা

বাকিটুকু জুড়ে আমাদের জোড়া চোখ

মুখোমুখি যেন ভুবনের দুই পাখি

আগমনে কেন লুকিয়ে রেখেছো মুখ?

অপলকভাবে চলো আজ চেয়ে থাকি

বাকিটুকু জুড়ে আমাদের জোড়া চোখ

মুখোমুখি যেন ভুবনের দুই পাখি

আগমনে কেন লুকিয়ে রেখেছো মুখ?

অপলকভাবে চলো আজ চেয়ে থাকি

আকাশবন্দি সীমানায় ডানা মেলে

শুণ্যে নিশানা এঁকে খুঁজে ফিরি বাসা

কার্নিশে তুলে রেখো বেদনার নীল

বাকিটুকু জুড়ে মিশে থাক ভালোবাসা

তুমি এই নগরীর অপরিচিতা চিল

নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা

কার্নিশে তুলে রাখো বেদনার নীল

বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা

তুমি এই নগরীর অপরিচিতা চিল

নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা

কার্নিশে তুলে রাখো বেদনার নীল

বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা

চলো দু'জনে খড়কুটো করি জড়ো

হৃদয়ের টানে বাঁধি ছোট্ট ঘর

বুকের গভীরে প্রেম রেখে যাবো আরও

হাতে হাত রেখে ভেবো না আমিও পর

চলো দু'জনে খড়কুটো করি জড়ো

হৃদয়ের টানে বাঁধি ছোট্ট ঘর

বুকের গভীরে প্রেম রেখে যাবো আরও

হাতে হাত রেখে ভেবো না আমিও পর

ব্যস্ত শহরে নিয়নের বাতি যখন

তোমার প্রিয় আঁধারেই ফিরে আসা

কার্নিশ জুড়ে আনন্দ অনাবিল

সন্ধ্যার বাসে ছুটে চলা ভালোবাসা

তুমি এই নগরীর অপরিচিতা চিল

নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা

কার্নিশে তুলে রাখো বেদনার নীল

বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা

তুমি এই নগরীর অপরিচিতা চিল

নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা

কার্নিশে তুলে রাখো বেদনার নীল

বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা

কার্নিশে তুলে রাখো বেদনার নীল

বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা

কার্নিশে তুলে রাখো বেদনার নীল

বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা

কার্নিশে তুলে রাখো বেদনার নীল

বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা

- It's already the end -