background cover of music playing
Golokdhadha - Version 01 - Kaaktaal

Golokdhadha - Version 01

Kaaktaal

00:00

03:52

Song Introduction

এই গানটির সম্পর্কিত কোনো তথ্য বর্তমানে উপলব্ধ নেই।

Similar recommendations

Lyric

আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা

কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা

আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প লেখা

আমায় বুঝতে গেলে সখা – শুধুই মিলবে রঙ্গিন ধোঁকা।

আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা

কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা

আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প লেখা

আমায় বুঝতে গেলে সখা – শুধুই মিলবে রঙ্গিন ধোঁকা।

যেন সকালে অকালে ভুল পথে চলে মিথ্যে আশার ফুলঝুরি মেনে

চপলা হৃদয় – হৃদয়ে প্রলয় – বুনেছে নতুন মুখোশ

কখনও ডানা মেলে ওই আকাশে উড়তে, কখনও গভীর অতলে তলিয়ে

হারিয়েছি পথ – চিনেছি বিপদ – পালিয়েছি করে আপোষ...

আমাতে ডুব দিলে পাবে নিকষ...

আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা

কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা

আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প বাঁধা

আমায় বুঝতে গেলে সখা – শুধুই মিলবে মরীচিকা ।

চিনতে তুমি পারবে না – বুঝতে তুমি পারবে না

গোলোকধাঁধার কোথায় আঁধার – কোথায় আলোর ছটা

আমার মসৃণেতেও ফাটল – এই শান্ত জলের অন্তরালে প্রাণটা ভীষণ উতল...

রঙিন মুখোশগুলোই আমি

সকল আঁধার আলোয় মিশে ধূসর – আমায় আমিই জানি...

আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা

কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা

আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প বাঁধা

আমায় বুঝতে গেলে সখা – শুধুই মিলবে রঙ্গিন ধোঁকা।

আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা

কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা

আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প বাঁধা

আমায় বুঝতে গেলে সখা – শুধুই মিলবে রঙ্গিন ধোঁকা।

এক মুখোশের রং দেখে আর একটা ঘরের গল্প শুনে যদি চাই – না চাই

আমাকে মাফ করে দাও ভাই

আমি তোমার চাওয়া – না চাওয়ার ছায়াও না মাড়াই।

- It's already the end -