background cover of music playing
Mala Re - Jeet Gannguli

Mala Re

Jeet Gannguli

00:00

04:27

Song Introduction

এই গানের সম্পর্কিত তথ্য বর্তমানে পাওয়া যায়নি।

Similar recommendations

Lyric

কবে আইবে আমার পালা রে (পালা রে, পালা রে, পালা রে)

কবে দিমু গলায় মালা রে (মালা রে, মালা রে, মালা রে)

মনের যে নাই কোনো কাম, বন্ধু

মনের যে নাই কোনো কাম

এই মনের যে নাই কোনো কাম, বন্ধু

মনের যে নাই কোনো কাম

তোর পিরিতে দিবানিশি থাকে আমার মন উদাসী

প্রেমের জ্বালা বড়োই জ্বালা রে

এই বুকের মাঝে আগুন জ্বলে, নেভে না রে জল ছিটালে

কবে দিমু গলায় মালা রে

আরে কবে, কবে, কবে আইবে পালা রে (পালা রে, পালা রে)

আরে দিমু গলায় মালা রে, মালা রে, মালা রে

কবে আইবে আমার পালা রে

কবে দিমু গলায় মালা রে, মালা রে, মালা রে

আরে, মনে দিলে তালা, না, কমে না রে জ্বালা

না, কাটে না রে এ জাদুর ঘোর

আরে, যত বেঁধে রাখি, এই মন উড়ো পাখি

খাটে না তো প্রেমে কোনো জোর

আরে, মনে দিলে তালা, না, কমে না রে জ্বালা

না, কাটে না রে এ জাদুর ঘোর

আরে, যত বেঁধে রাখি, এই মন উড়ো পাখি

খাটে না তো প্রেমে কোনো জোর

এই বুকের মাঝে আগুন জ্বলে, নেভে না রে জল ছিটালে

কবে দিমু গলায় মালা রে

আরে, কবে, কবে, কবে আইবে পালা রে (পালা রে, পালা রে)

আরে, দিমু গলায় মালা রে, মালা রে, মালা রে

কবে আইবে আমার পালা রে

কবে দিমু গলায় মালা রে, মালা রে, মালা রে

Thought your steps are blowing-up

But I dared to make it hotter

Big, bad fans are gon' get down

Not my love for you (that's hot!)

এই মন রেখে বাজি, সব হারাতে যে রাজি

ভালোবাসা পাই যদি তোর

আজ তোকে পেলে পাশে, ওরে, রাত যদি আসে

আমি সে রাতের চাই না তো ভোর

এই মন রেখে বাজি, সব হারাতে যে রাজি

ভালোবাসা পাই যদি তোর

আজ তোকে পেলে পাশে, ওরে, রাত যদি আসে

আমি সে রাতের চাই না তো ভোর

এই বুকের মাঝে আগুন জ্বলে, নেভে না রে জল ছিটালে

কবে দিমু গলায় মালা রে

আরে, কবে, কবে, কবে আইবে পালা রে (পালা রে, পালা রে)

আরে, দিমু গলায় মালা রে, মালা রে, মালা রে

কবে আইবে আমার পালা রে

কবে দিমু গলায় মালা রে, মালা রে, মালা রে

- It's already the end -