00:00
03:11
দেখতে বৌ বৌ, কিন্তু মস্ত ভৌ ভৌ
বেশ জুটে গেছে কপালে
দেখতে বৌ বৌ, কিন্তু মস্ত ঘৌ ঘৌ
ফেঁসে গেছি আমি অকালে
নিজেকে সে ভাবে Victoria
পারা যায় বলো কি করিয়া
ঘোরালো নাকে দড়ি দিয়া
বিয়ের পরে এ আজব headache
♪
দেখতে বর বর, কিন্তু আস্ত বর্বর
একটা জুটে গেছে কপালে
দেখতে handsome, কিন্তু ফেলুরাম
ফেঁসে গেছি আমি অকালে
কফিনের ফেলেছি গর্ত করে
ক'দিনেই গিয়েছি জ্বলে পুড়ে
গেল না আর এই জীবনে
আমায় ছেড়ে এ আজব headache
♪
দুম-দুম-দুম, দো-দুমা
বোঝে না, আমাকে বোঝে না
♪
দুম-দুম-দুম, দো-দুমা
বোঝে না, আমাকে বোঝে না
কেঁদে বাঁচি, ছেড়ে দে মা
শোনে না, সে কথা শোনে না
নিজেকে সে ভাবে Victoria
পারা যায় বলো কি করিয়া
ঘোরালো নাকে দড়ি দিয়া
বিয়ের পরে এ আজব headache