background cover of music playing
Bandhu Chol - Anupam Roy

Bandhu Chol

Anupam Roy

00:00

07:32

Similar recommendations

Lyric

জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা

রূপকথার পায়রাদের গল্প বল

বন্ধু চল

রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ

বিটনুন আর চুরমুরের গল্প বল

বন্ধু চল

বন্ধু চল রোদ্দুরে

মনকেমন মাঠজুড়ে

খেলবো আজ ওই ঘাসে

তোর টিমে তোর পাশে

ফুটকড়াই, Antena, হাতচিঠি, Half padel

আয়না আর জলপরীর গল্প বল

বন্ধু চল

সাপ লুডো, চিত্রহার, Laod-shedding, শুকতারা

পাঁচসিকের দুঃখদের গল্প বল

বন্ধু চল

বন্ধু চল, বলটা দে

রাখবো হাত তোর কাঁধে

গল্পেরা ওই ঘাসে

তোর টিমে তোর পাশে

ভাড়া করা Cycle race গুলো

ছুটছে Back pass-এ

ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো

উড়ছে একপাশে

ভাড়া করা Cycle race গুলো

ছুটছে Back pass-এ

খালি গায়ে নৌকার ছাইগুলো

উড়ছে একপাশে

Cellophane-এ মুড়ে রাখা রাংতারা

সাদাকালো album-এ

সন্ধ্যের আরতির শাঁখ বাজে

বন্ধুর ডাকনামে

বন্ধু চল, বলটা দে

রাখবো হাত তোর কাঁধে

গল্পেরা এই ঘাসে

তোর টিমে তোর পাশে

তা রা রা রে

তা রা রা রে

তা রা রা রে

তা রা রা রে

জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা

রূপকথার পায়রাদের গল্প বল

বন্ধু চল

রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ

বিটনুন আর চুরমুরের গল্প বল

বন্ধু চল

বন্ধু চল, বলটা দে

রাখবো হাত তোর কাঁধে

গল্পেরা ওই ঘাসে

তোর টিমে তোর পাশে

জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা

রূপকথার পায়রাদের গল্প বল

বন্ধু চল

রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ

বিটনুন আর চুরমুরের গল্প বল

বন্ধু চল

বন্ধু চল রোদ্দুরে

মনকেমন মাঠজুড়ে

খেলবো আজ ওই ঘাসে

তোর টিমে তোর পাশে

তোর পাশে

তোর পাশে

- It's already the end -