background cover of music playing
Porle Mone - Jeet Gannguli

Porle Mone

Jeet Gannguli

00:00

04:20

Similar recommendations

Lyric

পড়লে মনে তোমাকে

আর কে আমাকে রাখে

পাগলামি বলে থাকে লোকজনে

তাও তো তোমাকে খুঁজি

অল্প আলোতে রোজই

ইচ্ছে তোমার বুঝি কে জানে

তাই জানি, না জানি হয়ে অভিমানী

হেরেছি জিতেছি কে কতখানি

এভাবে স্বভাবে করেছি তোমায় আমার

তাই জানি, না জানি হয়ে অভিমানী

হেরেছি জিতেছি কে কতখানি

এভাবে স্বভাবে করেছি তোমায় আমার

পড়লে মনে তোমাকে

আর কে আমাকে রাখে

পাগলামি বলে থাকে লোকজনে

এগিয়ে গিয়েও পিছিয়ে আসি

কেনো পেরোতে চাই না একা

এই পথের নাম, পাবে নিজের দাম

তুমি একবারও দিলে দেখা

এগিয়ে গিয়েও পিছিয়ে আসি

কেনো পেরোতে চাই না একা

এই পথের নাম, পাবে নিজের দাম

তুমি একবারও দিলে দেখা

তাই তো তোমাকে খুঁজি

অল্প আলোতে রোজই

ইচ্ছে তোমার বুঝি কে জানে

তাই জানি, না জানি হয়ে অভিমানী

হেরেছি জিতেছি কে কতখানি

এভাবে স্বভাবে করেছি তোমায় আমার

তাই জানি, না জানি হয়ে অভিমানী

হেরেছি জিতেছি কে কতখানি

এভাবে স্বভাবে করেছি তোমায় আমার

এলে নীলচে মাস, আমি সাজাবো ঘাস

তুমি পা ফেলে আনবে বাহার

এলে মেঘলা দিন, আমি খুব রঙিন

হয়ে সামলাবো আকাশ তোমার

এলে নীলচে মাস, আমি সাজাবো ঘাস

তুমি পা ফেলে আনবে বাহার

এলে মেঘলা দিন, আমি খুব রঙিন

হয়ে সামলাবো আকাশ তোমার

তাই তো তোমাকে খুঁজি

অল্প আলোতে রোজই

ইচ্ছে তোমার বুঝি কে জানে

তাই জানি, না জানি হয়ে অভিমানী

হেরেছি জিতেছি কে কতোখানি

এভাবে স্বভাবে করেছি তোমায় আমার

তাই জানি, না জানি হয়ে অভিমানী

হেরেছি জিতেছি কে কতোখানি

এভাবে স্বভাবে করেছি তোমায় আমার

- It's already the end -