00:00
05:12
তোমাকে বুঝিনা প্রিয়,
বোঝনা না তুমি আমায়,
দুরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায় ।
তোমাকে বুঝিনা প্রিয়,
বোঝনা না তুমি আমায়,
দুরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায় ।
গরাদ শোকে সূর্যমুখী,
গরাদ শোকে সূর্যমুখী ।
খয়েরী কুঁড়ির ফুল,
সূর্য খুঁজে বেড়াবে ।
♪
♪
তোমাকে জানিনা প্রিয়,
জানো না তুমি আমায়,
শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায় ।
তোমাকে জানিনা প্রিয়,
জানো না তুমি আমায়,
শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায় ।
দু চোখে তার পান্না বাহার,
দু চোখে তার পান্না বাহার ।
কান্না জমায় কথায় কথায় ।
♪
তোমাকে ডাকি না প্রিয়,
ডাকো না তুমি আমায় ।
জলপ্রপাত মাতে রূপোর মায়ায় ।
তোমাকে ডাকি না প্রিয়,
ডাকো না তুমি আমায় ।
জলপ্রপাত মাতে রূপোর মায়ায় ।
তুলনা-হীনা জলের কিনার
তুলনা-হীনা জলের কিনার ।
তোমার চুলের মতো,
আনমনে আঙুল ডোবায়ে ।