background cover of music playing
Police Chorer Preme Porechhe - Jeet Gannguli

Police Chorer Preme Porechhe

Jeet Gannguli

00:00

04:15

Similar recommendations

Lyric

ওরে মন কথা শোন, যাবি চল বৃন্দাবন

নাগরের নাগরদোলায় দুলবি নাকি বল?

ওরে মন কথা শোন, যাবি চল বৃন্দাবন

নাগরের নাগরদোলায় দুলবি নাকি বল?

ওরে বাঁচাও আমায়

ওরে বাঁচাও আমায়, সুন্দরী চোর মনের ঘরে ঢুকেছে

পুলিশ চোরের প্রেমে পড়েছে

ও দারোগা, পুলিশ চোরের প্রেমে পড়েছে

ওরে মন কথা শোন, যাবি চল বৃন্দাবন

নাগরের নাগরদোলায় দুলবি নাকি বল?

ওরে মন কথা শোন, যাবি চল বৃন্দাবন

নাগরের নাগরদোলায় দুলবি নাকি বল?

বলি ও দারোগা

বলি ও দারোগা, পেয়েছি বোকা, তোমার পুলিশ ফেঁসেছে

পরান আমার ভালোবেসেছে

ও দারোগা, পরান আমার ভালোবেসেছে

আগুন, প্রেমের এই আগুন, দু'চোখে ফাগুন দিনে রাতে

হাওয়ায়, ভেসেছি হাওয়ায়, স্বপ্নের মায়ায় তোমার সাথে

আগুন, প্রেমের এই আগুন, দু'চোখে ফাগুন দিনে রাতে

হাওয়ায়, ভেসেছি হাওয়ায়, স্বপ্নের মায়ায় তোমার সাথে

বলি oh my God

বলি oh my God, দিও মদদ চোর পুলিশের পিরিতে

বসাও এবার বিয়ের পিঁড়িতে

ও গুরুজী, বসাও এবার বিয়ের পিঁড়িতে

কাজল, চোখের ওই কাজল, বুকে ডামাডোল মাদল বাজাই

পাগল, হয়েছি পাগল, তাই ছলাৎছল বৃষ্টি ভেজাই

কাজল, চোখের ওই কাজল, বুকে ডামাডোল মাদল বাজাই

পাগল, হয়েছি পাগল, তাই ছলাৎছল বৃষ্টি ভেজাই

আরে শুনছো সবাই

আরে শুনছো সবাই কান পেতে ভাই যৌবনের রঙ পড়েছে

চোর পুলিশের পিরিত জমেছে

ও দারোগা, চোর পুলিশের পিরিত জমেছে

বরযাত্রী ভাংড়া নেচেছে

Police van-এ জামাই এসেছে

সেপাইরা সব উলু দিয়েছে

চোর পুলিশের পিরিত জমেছে

- It's already the end -