00:00
05:31
যার ছবি এই মন এঁকে যায়
যার কথা ভেবে দিন কেটে যায়
♪
যার ছবি এই মন এঁকে যায়
যার কথা ভেবে দিন কেটে যায়
যার ছবি এই মন এঁকে যায়
যার কথা ভেবে দিন কেটে যায়
সে কি জানে শুধু তাকে
ভালোবাসে আমার হৃদয়
যার ছবি এই মন এঁকে যায়
যার কথা ভেবে দিন কেটে যায়
সে কি জানে শুধু তাকে
ভালোবাসে আমার হৃদয়
যার ছবি এই মন এঁকে যায়
♪
কাজল কালো দুটি চোখে
সে যখনই, আমায় দেখে
পড়ে না চোখেতে পলক
আর আসে না কথা মুখে
কাজল কালো দুটি চোখে
সে যখনই, আমায় দেখে
পড়ে না চোখেতে পলক
আর আসে না কথা মুখে
তার চলে যাওয়া
ফিরে একটু চাওয়া
এই বুকেতে ঝড় তুলে যায়
যার ছবি এই মন এঁকে যায়
যার কথা ভেবে দিন কেটে যায়
সে কি জানে শুধু তাকে
ভালোবাসে আমার হৃদয়
যার ছবি এই মন এঁকে যায়
♪
বলবো কবে তাকে ডেকে
আমি তোমাকে, ভালোবাসি
করেছে পাগল আমাকে
ওগো তোমার ওই মিষ্টি হাসি
বলবো কবে তাকে ডেকে
আমি তোমাকে, ভালোবাসি
করেছে পাগল আমাকে
ওগো তোমার ওই মিষ্টি হাসি
কবে জানবে তুমি
কবে বলবো আমি
কেউ আছে গো তোমার আশায়
যার ছবি এই মন এঁকে যায়
যার কথা ভেবে দিন কেটে যায়
সে কি জানে শুধু তাকে
ভালোবাসে আমার হৃদয়
যার ছবি এই মন এঁকে যায়