background cover of music playing
Besh Korechi Prem Korechi - Shaan

Besh Korechi Prem Korechi

Shaan

00:00

04:07

Song Introduction

এখনো এই গানের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

Similar recommendations

Lyric

তোর প্রেমে পিছলে আগের record ভেঙেছি

হোক না থানা-পুলিশ, flying kiss ছুঁড়েছি

এই, তোর প্রেমে পিছলে আগের record ভেঙেছি

হোক না থানা-পুলিশ, flying kiss ছুঁড়েছি

মাইক নিয়ে বলবো, সবাই শোন, শোন, শোন

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

তোর চোখে দুষ্টুমির ওই আগুন দেখেছি

মনে মনে মনের খবর তোকে দিয়ে রেখেছি

কানে কানে বলছি এবার, শোন, শোন, শোন

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

চোখে চোখ যেই পড়েছে, antenna ঠিক নড়েছে

হৃদয়ের connection-এ তরতাজা signal

আজকাল হঠাৎ করে বুকে প্রেম-ফানুস ওড়ে

তোকে মন দিয়ে এবার বদলেছে দিনকাল

চোখে চোখ যেই পড়েছে, antenna ঠিক নড়েছে

হৃদয়ের connection-এ তরতাজা signal

আজকাল হঠাৎ করে বুকে প্রেম-ফানুস ওড়ে

তোকে মন দিয়ে এবার বদলেছে দিনকাল

তোর চোখে দুষ্টুমির ওই আগুন দেখেছি

মনে মনে মনের খবর তোকে দিয়ে রেখেছি

কানে কানে বলছি এবার, শোন, শোন, শোন

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

ইশারায় ডাকলে কাছে মনে ঠিক ময়ূর নাচে

পেখমের রঙ লেগেছে, হৃদয়ে রোশনাই

কেন মন করলি চুরি, চোখে চোখে লুকোচুরি

হারিয়ে যাওয়ার ডাকে এক ছুটে পালাই

ইশারায় ডাকলে কাছে মনে ঠিক ময়ূর নাচে

পেখমের রঙ লেগেছে, হৃদয়ে রোশনাই

কেন মন করলি চুরি, চোখে চোখে লুকোচুরি

হারিয়ে যাওয়ার ডাকে এক ছুটে পালাই

তোর প্রেমে পিছলে আগের record ভেঙেছি

হোক না থানা-পুলিশ, flying kiss ছুঁড়েছি

মাইক নিয়ে বলবো সবাই, শোন, শোন, শোন

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

- It's already the end -