background cover of music playing
Obocheton - Nemesis

Obocheton

Nemesis

00:00

04:59

Similar recommendations

Lyric

বিনিদ্র প্রহর

আমি হতাশায়

যাচ্ছি একা

কোন অজানায়

পেছনে ফেলে সব স্মৃতিগুলো

আমি অজানায়

ভাবনাগুলো আজ মায়াময়

কল্পনাতেই যেন থমকে রয় (যেন থমকে রয়)

চেতনা মোর বিষণ্ণতায়

একাকী যেন কষ্ট পায়

আঁধারে যেন অশরীরি

হাত বাড়িয়ে ডাকে আমায়

ছুটেছি আজ আমি অজানায়

কল্পনাটা যেন থমকে রয়

ছুটেছি

কল্পনা আর বাস্তবতা

মিলে মিশে একাকার

অনুভূতি প্রতিনিয়ত

নতুন কোন আবিষ্কার

সময় যেন বিষণ্ণতায়

অস্থির আজ তার গতি

সুখ দুঃখ একই সাথে

মিশ্র এক অনুভূতি

তবুও আঁধার

রাখে ঘিরে এই আমায়

ছুটেছি আমি

পথের শেষ কোথায়

চারিদিক শব্দহীন

অনন্ত অসীম

উজ্জ্বল আঁধারের মাঝে

কায়াহীন

কল্পনা আর বাস্তবতা

মিলে মিশে একাকার

অনুভুতি প্রতিনিয়ত

নতুন কোন আবিষ্কার

সময় যেন বিষণ্ণতায়

অস্থির আজ তার গতি

সুখ দুঃখ একই সাথে

মিশ্র এক অনুভূতি

- It's already the end -