background cover of music playing
Na Ghumanor Gaan - Nemesis

Na Ghumanor Gaan

Nemesis

00:00

04:24

Similar recommendations

Lyric

আজ আর নয়তো কোনো গান

নয়তো কবিতা

স্তব্ধতার অরণ্যে

ঘুম আসে না চোখে

তাইতো জেগে রই

স্বেচ্ছার নির্বাসনে

ঘুমিয়ে গেছে পৃথিবী

নিথর ক্লান্ত সমাধি

অন্ধকার আর আমি রই জেগে

আলোটাকে জব্দ করে

একা ঘরে রাত-দুপুরে

কেন আমি কোন কারণে?

দূর নিশীর ডাকে

আমি নিমগ্ন হই

শার্সির আড়াল থেকে

আর ক্ষয়ে যাওয়া চাঁদ

তার এক মুঠোয় আলোয়

ডুবছে অবছায়াতে

ঘুমিয়ে গেছে পৃথিবী

নিথর ক্লান্ত সমাধি

অন্ধকার আর আমি রই জেগে

গ্রহ হতে অন্য গ্রহে

ডুবসাঁতারে মনপুকুরে

মনে মনে ভিজি মন জল কেলিতে

সুপ্ত শান্ত সব লোকালয় বিরান

রাত্রিগুলো কেমন করে বসে রয়

পাগলা হাওয়াতে

ঘুমিয়ে গেছে পৃথিবী

নিথর ক্লান্ত সমাধি

অন্ধকার আর আমি রই জেগে

আলোটাকে জব্দ করে

একা ঘরে রাত-দুপুরে

কেন আমি কোন কারণে?

মেঘলা রাত্রি

মেঘলা রাত্রি

মেঘলা রাত্রি

- It's already the end -