background cover of music playing
Moharaj - Warfaze

Moharaj

Warfaze

00:00

04:49

Similar recommendations

Lyric

সমাজ শিখরে আজ তুমি কি একা

রিক্ত কামনায় অহমের মায়াজালে

সকল ভালোবাসা পদদলিত করে

মানবতার যত বন্ধন ছিড়ে ফেলে

সমাজ শিখরে আজ তুমি কি একা

রিক্ত কামনায় অহমের মায়াজালে

সকল ভালোবাসা পদদলিত করে

মানবতার যত বন্ধন ছিড়ে ফেলে

ক্ষমতার নিয়মে দেয়াল তুলে

জনতাকে বেদনায় ভাসালে

ক্ষমতার পেছনে যাদের স্মৃতি

অবসরেও কি পড়ে মনে

হে মহারাজ, এসো আমাদের সমতলে

পাবে জীবন, যাকে বহুদূর গেছ ফেলে

প্রাণে জোয়ার, আছে জনতার এ ভুবনে

হে মহারাজ

তোমার দু'পাশে মিথ্যে গুণগ্রাহী

দেবে কি বাধা, রাজা, জনতার এ মিলনে

তবে কি জনগন আজ পথের কাঁটা

যারা তোমায় ভালোবেসেছে মনে-প্রাণে

ক্ষমতার নিয়মে দেয়াল তুলে

জনতাকে বেদনায় ভাসালে

ক্ষমতার পেছনে যাদের স্মৃতি

অবসরেও কি পড়ে মনে

হে মহারাজ, এসো আমাদের সমতলে

পাবে জীবন, যাকে বহুদূর গেছ ফেলে

প্রাণে জোয়ার, আছে জনতার এ ভুবনে

হে মহারাজ

হে মহারাজ, এসো আমাদের সমতলে

পাবে জীবন, যাকে বহুদূর গেছ ফেলে

প্রাণে জোয়ার, আছে জনতার এ ভুবনে

হে মহারাজ

হে মহারাজ, এসো আমাদের সমতলে

পাবে জীবন, যাকে বহুদূর গেছ ফেলে

প্রাণে জোয়ার, আছে জনতার এ ভুবনে

হে মহারাজ

হে মহারাজ!

- It's already the end -