background cover of music playing
Maya - Version 01 - Kaaktaal

Maya - Version 01

Kaaktaal

00:00

04:00

Similar recommendations

Lyric

কেউ এখানে, কেউ, কেউ এখানে নেই

শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে

কেউ এখানে, কেউ, কেউ এখানে নেই

শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে

জোছনা ঝরিয়ে দেখো জোনাকি ডেকেছে কত

আকাশে জ্বেলেছে বাতি হাজারো তারা

কেউ এখানে, কেউ, কেউ এখানে নেই

শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে

কেউ এখানে, কেউ, কেউ এখানে নেই

শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে

মেঘ সরে যায় মৃদু হাওয়া বয়ে যায়

তাতে অগোচরে মিশে প্রিয় হাসনাহেনা

মোর বুকটা কাঁপে

মোর হাতটা কাঁপে

তুমি মেঘপানে একমনে

দেখছো কাকে?

মোর শিরদাঁড়াতে শীত গড়িয়ে নামে

তুমি গুনগুন মধু সুরে ডাকছো কাকে?

মোর বুকটা কাঁপে

মোর হাতটা কাঁপে

তুমি মেঘপানে একমনে

দেখছো কাকে?

মোর শিরদাঁড়াতে শীত গড়িয়ে নামে

তুমি গুনগুন মধুসুরে ডাকছো কাকে?

দেখো আমি এখানে আছি তোমারই পাশে

শতকথা সব ঠোঁটে গিয়ে আটকে আছে

কেউ এখানে, কেউ, কেউ এখানে নেই

শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে

কেউ এখানে, কেউ, কেউ এখানে নেই

শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে

মেঘ সরে যায় মৃদু হাওয়া বয়ে যায়

তাতে অগোচরে মিশে প্রিয় হাসনাহেনা

তোমার খোলা চুলে দোলা

মৃদু হাওয়া ছু্ঁয়ে যাওয়া

ঠোঁটে আলতো কাঁপন

কেটে যায় কতক্ষণ

এই অপরাগতার চোখে তাকিয়ে

মনের কথা বলবে না যদি, শুধু একটু হাসো

এই অধমেরে তুমি ভালো একটু বাসো

মোর কল্পনাতে যত রাত এভাবে

আমি ছাদে একা বসে থাকি, তুমিও এসো

মোর কল্পনাতে যত রাত এভাবে

আমি ছাদে একা বসে থাকি, তুমিও এসো

এই অধমেরে তুমি ভালো একটু বাসো

কেউ এখানে, কেউ, কেউ এখানে নেই

শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে

কেউ এখানে, কেউ, কেউ এখানে নেই

শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে

জোছনা ঝরিয়ে দেখো জোনাকি ডেকেছে কত

আকাশে জ্বেলেছে বাতি হাজারো তারা

কেউ এখানে, কেউ, কেউ এখানে নেই

শুধু একা আমি আর চাঁদটা তাকিয়ে থাকে

কেউ এখানে, কেউ, কেউ এখানে নেই

শুধু একা আমি আর চাঁদটা তাকিয়ে থাকে

- It's already the end -