background cover of music playing
Bhoboghure - Popeye Bangladesh

Bhoboghure

Popeye Bangladesh

00:00

04:37

Similar recommendations

Lyric

ভাসছে হাওয়া, অনিয়ত জীবন, দিগন্ত দিকহীন

না বুঝেই কোথাও বাস্তবে মিশে আকাশেতে নীল

পথেরা কোথায় এঁকেবেঁকে ছুটে অজানায় ঢিল

বেখেয়ালে হারায়, কল্পনায় করে কিছু মিছে মিল

উদাস ভারী মন কাটে সারাবেলা করে অবহেলাই

মানে না তো বারণ, দেখে না তো কারণ শুভ সচেতনায়

পোষে না মন নিয়মে

পাড়ি জমে চোখ যে দিকই চায়

ডানা জোড়া নেই তো কি সাথে

জানো না ভবঘুরেরা উড়ে খালি পায়?

হয়তো না কিছু সাবধানতায়, যা ঘটার তো রটায়

হোক দেখি ক্ষতি, লাগাবো না গায়ে, জানি জীবন তো যায়

শিখেছি যদি সময়ই অপচয়, বাঁচা বিরহ ব্যথায়

বন্ধ দু'চোখে অন্ধ অজানায় ঝাঁপানো দেখা কি হয়

বড়ই বিরক্ত, চতুর্পাশে সত্য যা ভেতরে খোঁচায়

সবই আগুনে জ্বলুক, হয়ে ছাই উড়ুক, আপন তো কিছু নাই

শেকল ভেঙে যা বেঁধে

হেঁটে চলা পিছু না তাকায়

ডানা জোড়া নেই তো কি তাতে

যত না ভবঘুরেরা উড়ে পায়ে পায়

এপথ-ওপথে, হাওয়ায়-মেঘে, শূন্য আকাশে তেড়ে

অন্য ভাবনায় ধুলো ঘাসই পায়ে

ভবঘুরে, ভবঘুরে

- It's already the end -