background cover of music playing
Ore Mon Udashi - Arijit Singh

Ore Mon Udashi

Arijit Singh

00:00

04:11

Similar recommendations

Lyric

رباه، مولاي، اوه رباه

কেন আসে দিন তোকে কাছে না পাওয়ার?

কেন আসে দিন তোকে চোখে হারাবার?

কী উপায়ে ফেরা যায় তোর স্বপ্নতে আবার?

ওরে মন উদাসী, একা ফেলে পালালি কোথায়?

ওরে পরবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়

হাসিতে হাসিতে ভুল, ফুরিয়েছে আজ সব

চলে গেছে, ঢলে গেছে কালকের কলরব

কথা ছিল সাথে তোর, বলা হলো শেষ না

খালি খালি চারিপাশ, এ আমার দেশ না

কী উপায়ে ফেরা যায় তোর স্বপ্নতে আবার?

ওরে মন উদাসী, একা ফেলে পালালি কোথায়?

ও ওরে পরবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়

তোর সাথে এসে যেত ঝরনারা কথাদের

ঝরে গেল কেন আজ মরসুম পাতাদের

কত না বিকেলঘুড়ি উড়িয়েছি দু'জনে

চলে আয়, চলে আয়, আজ আবার উজানে

কী উপায়ে ফেরা যায় তোর স্বপ্নতে আবার?

ওরে মন উদাসী, একা ফেলে পালালি কোথায়?

ও ওরে পরবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়

- It's already the end -