background cover of music playing
Abar Phire Ele - Arijit Singh

Abar Phire Ele

Arijit Singh

00:00

05:07

Song Introduction

"আবার ফিরে এলে" গানটি অরিজিৎ সিংহের অসাধারণ কণ্ঠস্বরের অন্যতম উদাহরণ। এই গানটি সাম্প্রতিক একটি বাংলা চলচ্চিত্র থেকে সংগৃহীত হয়েছে এবং এর মেলোডি ও লিরিক্সে শ্রোতারা গভীরভাবে আবেগিত হয়েছেন। অরিজিৎ সিংহের মৃদু ও হৃদয়স্পর্শী পরিবেশন গানটিকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে। গানটি প্রকাশের পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং বাংলা সঙ্গীতপ্রেমীদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে। "আবার ফিরে এলে" গানটি প্রেম, আশা ও পুনর্মিলনের থিম নিয়ে নির্মিত, যা শ্রোতাদের মুগ্ধ করেছে।

Similar recommendations

Lyric

তোমার অভিমানে ভরা

কৃষ্ণকলি নামে ধরা দিতে চায়

পথ হারিয়ে ফেলে সুবর্ণরেখা তাই

দু'চোখ ঢেকে যাচ্ছি কে কোথায়

তোমার অভিধানে আছে

এমন কোনো হাসি ছুঁয়ে গেছে মন

মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ

হাতের মুঠোয় চাইছি শিহরণ

যাত্রীহীন এই রাত্রিগুলোর

বন্ধু হবে কে?

শীতের বোতাম আটকে নিয়ে

সঙ্গী হবে কে?

ওই পাথুরে ঝরনাজলের

ঝিম ঝিম উল্লাসে

এক নিমেষে হাওয়ার ছোবল

এড়িয়ে যাবে সে

আবার ফিরে এলে

জেগে আছি, পড়িনি ঘুমিয়ে

আবার ফিরে এলে

ভালোবাসায় পুড়েও যাইনি ফুরিয়ে

তোমার বিপদগলির কাছে

ডানা মেলে আমি জানতে পরিচয়

মেরুন কোনো দ্বীপে থাক রহস্যময়

ছুঁয়ে দিলে কী জানি কী হয়

তোমার শঙ্খমালার সাদায়

চিহ্ন রাখা আছে শব্দহীনতায়

নির্জনতা জানে হয় না তার বিদায়

দূরে গিয়েও ফিরে আসা যায়

যাত্রীহীন এই রাত্রিগুলোর

বন্ধু হবে কে?

শীতের বোতাম আটকে নিয়ে

সঙ্গী হবে কে?

ঐ পাথুরে ঝরনাজলের

ঝিমঝিম উল্লাসে

এক নিমেষে হাওয়ার ছোবল

এড়িয়ে যাবে সে

আবার ফিরে এলে

জেগে আছি, পড়িনি ঘুমিয়ে

আবার ফিরে এলে

ভালোবাসায় পুড়েও যাইনি ফুরিয়ে

- It's already the end -