background cover of music playing
Tumpa - Arob Dey Chowdhuri

Tumpa

Arob Dey Chowdhuri

00:00

02:53

Similar recommendations

Lyric

বেনারসি পরিয়ে, সিঁথিতে সিঁদুর দিয়ে

তারাপীঠে গিয়ে করেছিলাম বিয়ে

রাতে ফুলশয্যা হলো, তারপর সকাল হলো

ঘুম থেকে উঠে দেখি বউ পালালো জানলা দিয়ে

বউটা চলে গেল, মনটা ভেঙে গেল

Prestige যা ছিল puncture হয়ে গেল

Rail line-এ গলা দেবো তখন আমি ভেবেছিলাম

তারপর হঠাৎ করেই life-এ আমার টুম্পা এলো

ও টুম্পা, সোনা দুটো হাম্পি দেনা

আমি মাইরি বলছি আর খৈনি খাব না

চাঁদনী রাতে আমি টুম্পার সাথে

যাব dinner date-এ poach-মামলেট খেতে

টুম্পা, নাকে নাক ঘষে দে না

টুম্পা, তুই আমার পুঁচকি সোনা

টুম্পা, তোকে নিয়ে দীঘা যাব

টুম্পা, গ্যাঁদা ফুলে খাট সাজাব

টুম্পা...

এই টুম্পা আয় আয়!

টুম্পা, अजा मेरी पास

थोड़ी chance ले तू सांस

আমি হেরে যাওয়ার আগেই

উল্টে দেবো তাস

পাল্টে দেব বাজি, নমস্কার ਪਾਜੀ

"সব স্বপ্ন হবে সত্যি," বলছে মিঠুন চক্রবর্তী

মিঠুন দা, নাচুন না

এই মিঠুন দা, নাচুন না

আমি গয়া গিয়ে মাথার চুল কামিয়ে

আগের বউয়ের নামে এসেছি পিণ্ডি দিয়ে

সামনের ভাদ্র মাসে ছাঁদনা তলায় বসে

English-এ মন্ত্র পড়ে টুম্পাকে করবো বিয়ে

ও টুম্পা, सनम तुझे मेरी कसम

আমি বস্তির বাদশা, তুই আমার বেগম

কোনো মধুর রাতে আমি টুম্পার সাথে

বসে বাদাম খাব আমার টালির ছাদে

টুম্পা, নাকে নাক ঘষে দে না

টুম্পা, তুই আমার পুঁচকি সোনা

টুম্পা, তোকে নিয়ে দীঘা যাব

টুম্পা, গ্যাঁদা ফুলে খাট সাজাব

টুম্পা...

- It's already the end -