background cover of music playing
Shundori Komola - Armaan Malik

Shundori Komola

Armaan Malik

00:00

03:13

Song Introduction

বর্তমানে এই গান সম্পর্কে কোনও তথ্য উপলব্ধ নয়।

Similar recommendations

Lyric

লাল শাড়ি, লাল টিপ, lipstick deep-deep

হাবুডুবু খাচ্ছে সবার মনের emotion

বেড়ে গেলো tension, বড় sensation

পুরো পাড়া দিয়ে যাবে মনের বিসর্জন

কোমর দোলে ঐ ঢাকের তালে

পুজোর এই আড্ডা-আসর নাচে-গানে জমে যাবে

ভালো কইরা...

ভালো কইরা বাজাও গো ঢাকুয়া

সুন্দরী কমলা নাচে

আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া

সুন্দরী কমলা নাচে

কাজল টানা বেপরোয়া হাসি

লাগছে না যে আজ মন্দ

হালকা-হালকা ধুনুচির ধোঁয়ায়

বাতাসে প্রেমের গন্ধ

কোমর দোলে ওই ঢাকের তালে

পুজোর এই আড্ডা-আসর নাচে-গানে জমে যাবে

ভালো কইরা...

ভালো কইরা বাজাও গো ঢাকুয়া

সুন্দরী কমলা নাচে

আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া

সুন্দরী কমলা নাচে

এক ঝলকে চিনে ফেলেছি

তুমি আমার সেই স্বপ্ন

কথা দিলাম আমি জীবনভর

থাকবো তোমারই জন্য

কোমর দোলে ওই ঢাকের তালে

পুজোর এই আড্ডা-আসর নাচে-গানে জমে যাবে

ভালো কইরা...

ভালো কইরা বাজাও গো ঢাকুয়া

সুন্দরী কমলা নাচে

আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া

সুন্দরী কমলা নাচে

(বলো দূর্গা মাইকী জয়)

(বলো দূর্গা মাইকী জয়)

(বলো দূর্গা মাইকী জয়)

(বলো দূর্গা মাইকী জয়)

- It's already the end -