00:00
03:13
বর্তমানে এই গান সম্পর্কে কোনও তথ্য উপলব্ধ নয়।
লাল শাড়ি, লাল টিপ, lipstick deep-deep
হাবুডুবু খাচ্ছে সবার মনের emotion
বেড়ে গেলো tension, বড় sensation
পুরো পাড়া দিয়ে যাবে মনের বিসর্জন
কোমর দোলে ঐ ঢাকের তালে
পুজোর এই আড্ডা-আসর নাচে-গানে জমে যাবে
ভালো কইরা...
ভালো কইরা বাজাও গো ঢাকুয়া
সুন্দরী কমলা নাচে
আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া
সুন্দরী কমলা নাচে
♪
কাজল টানা বেপরোয়া হাসি
লাগছে না যে আজ মন্দ
হালকা-হালকা ধুনুচির ধোঁয়ায়
বাতাসে প্রেমের গন্ধ
কোমর দোলে ওই ঢাকের তালে
পুজোর এই আড্ডা-আসর নাচে-গানে জমে যাবে
ভালো কইরা...
ভালো কইরা বাজাও গো ঢাকুয়া
সুন্দরী কমলা নাচে
আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া
সুন্দরী কমলা নাচে
♪
এক ঝলকে চিনে ফেলেছি
তুমি আমার সেই স্বপ্ন
কথা দিলাম আমি জীবনভর
থাকবো তোমারই জন্য
কোমর দোলে ওই ঢাকের তালে
পুজোর এই আড্ডা-আসর নাচে-গানে জমে যাবে
ভালো কইরা...
ভালো কইরা বাজাও গো ঢাকুয়া
সুন্দরী কমলা নাচে
আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া
সুন্দরী কমলা নাচে
(বলো দূর্গা মাইকী জয়)
(বলো দূর্গা মাইকী জয়)
(বলো দূর্গা মাইকী জয়)
(বলো দূর্গা মাইকী জয়)