00:00
03:20
তোমায় পড়েছে মনে
আবার শ্রাবণ দিনে
একলা বসে নিরালায়, হায়
তোমার পড়েছে মনে
আবার শ্রাবণ দিনে
একলা বসে নিরালায়, হায়
তোমায় পড়েছে মনে
♪
ভিজে যাওয়া বরষার হাওয়া
কেন নিয়ে এলো বেদনার খেয়া?
মেঘলা মনের কিনারায়
ভিজে যাওয়া বরষার হাওয়া
কেন নিয়ে এলো বেদনার খেয়া?
মেঘলা মনের কিনারায়, হায়
নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়
তোমায় পড়েছে মনে
আবার শ্রাবণ দিনে
একলা বসে নিরালায়, হায়
তোমায় পড়েছে মনে
♪
তনু সরসীতে কত ফুটেছে কমল
মন মধুকর তাই হয়েছে পাগল
তনু সরসীতে কত ফুটেছে কমল
মন মধুকর তাই হয়েছে পাগল
মিলন পিয়াসী মন জাগে
রাতের পেয়ালা ভরে অনুরাগে
কুহেলী ঘেরা এ বরষায়, হায়
নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়
তোমায় পড়েছে মনে
আবার শ্রাবণ দিনে
একলা বসে নিরালায়, হায়
তোমায় পড়েছে মনে
তোমায় পড়েছে মনে