background cover of music playing
Ei To Jiban - Kishore Kumar

Ei To Jiban

Kishore Kumar

00:00

04:20

Similar recommendations

Lyric

এই তো জীবন

যাক না যেদিকে যেতে চায় প্রাণ

বেয়ারা, চালাও ফোয়ারা

জিন, শেরি, শ্যাম্পেন, রাম

এই তো জীবন

যাক না যেদিকে যেতে চায় প্রাণ

বেয়ারা, চালাও ফোয়ারা

জিন, শেরি, শ্যাম্পেন, রাম

খাও, খাও, বুঁদ হয়ে ডুবে যাও

দেখো চোখে চোখে সর্ষে ফুল

কি?

সর্ষে ফুল

করুক মাথা ঝিমঝিম

লোলা-লুলু, কেন তোমার বয়েস হয় না ১৬?

আমার 19

কি?

চলে এসো, এসো বলছি

যাবো বলে তো আসিনি আজকে

আজ হবেই হবে সর্বনাশ

স্বর্গ যদি না হয়, সখী

হোক না তবে নরকবাস

Rubbish!

Scandal চাই, বুঝলে?

Scandal চাই background-এ

নইলে এই সমাজে

পুরুষ বলে পাবে না মান

খাও, খাও, বুঁদ হয়ে ডুবে যাও

দেখো চোখে চোখে সর্ষে ফুল

করুক মাথা ঝিমঝিম

লোলা-লুলু, কেন তোমার বয়েস হয় না ১৬?

আমার 19

ছি!

সাহেবরা সব চলে গেছে (গেছে বুঝি?)

স্বাধীন করে দেশটাকে (সত্যি?)

আমরা ওদের ছাড়িনি তো

ধরে আছি তবু লেজটাকে

মদ খাচ্ছি, party দিচ্ছি

Suit-boot পরে ঘুরে বেড়াচ্ছি

Top to bottom ওদের মতো সাজিয়ে নিচ্ছি গোটা সমাজ

মদ্যপানের বিরুদ্ধে যারা

তাদের মাথায় পড়ুক বাজ

What!

Yes!

খাও, খাও, বুঁদ হয়ে ডুবে যাও

দেখো চোখে চোখে সর্ষে ফুল

করুক মাথা ঝিমঝিম

লোলা-লুলু, কেন তোমার বয়েস হয় না ১৬?

আমার 19

এই তো জীবন

যাক না যেদিকে যেতে চায় প্রাণ

বেয়ারা, অ্যাই, চালাও ফোয়ারা

জিন, শেরি, শ্যাম্পেন, রাম

- It's already the end -