background cover of music playing
Behaya - Lagnajita Chakraborty

Behaya

Lagnajita Chakraborty

00:00

03:30

Similar recommendations

Lyric

আমাদের গল্পগুলো

অল্প সময় ঘর পাতালো

তারপর পথ হারালো

তোমায় আমায় নিয়ে

আগে যদি বুঝতো তারা

মনের নদীর তল পাবে না

বেহায়া মুখ পোড়াতো

অন্য কোথাও গিয়ে

আমাদের গল্পগুলো

অল্প সময় ঘর পাতালো

তারপর পথ হারালো

তোমায় আমায় নিয়ে

আগে যদি বুঝতো তারা

মনের নদীর তল পাবে না

বেহায়া মুখ পোড়াতো

অন্য কোথাও গিয়ে

আমাদের গল্পগুলো

আমাদের গল্পগুলো

এক লাফেতেই আকাশ ছোঁয়া

আসমানী রঙ মাখতো

জাদুর ছড়ি দিয়ে

বোবা সব মুহূর্তদের

শুনতো কথা চুপটি করে

বলে নাকি ঘর বানাবে

রামধনুদের নিয়ে

আমাদের গল্পগুলো

আমাদের গল্পগুলোর

লাগাম ছাড়া স্বপ্ন ছিল

ভোরে তার চকচকে রোদ

বৃষ্টি ছিল রাতে

একখানা জাহাজ বাড়ি

সেখান থেকেই ঝর্ণা শুরু

কথা ছিল দু'জন মিলেই

স্বপ্ন দেখবো তাতে

আমাদের ইচ্ছে ছিল

হারিয়ে যাবো ইচ্ছে করেই

নিজেদের মন ভাঙবো

নিজেই নেবো জুড়ে

জীবনের নতুন বানান

লিখবো দু'জন আজীবনে

প্রেমে রোজ শব্দ বসুক

খামখেয়ালের সুরে

আমাদের গল্পগুলো

আমাদের গল্পগুলো

অল্প সময় ঘর পাতালো

তারপর হারিয়ে গেল

তোমায় আমায় নিয়ে

আগে যদি বুঝতো তারা

মনের নদীর তল পাবে না

বেহায়া মুখ পোড়াতো

অন্য কোথাও গিয়ে

বেহায়া মুখ পোড়াতো

অন্য কোথাও গিয়ে

বেহায়া মুখ পোড়াতো

অন্য কোথাও গিয়ে

- It's already the end -