background cover of music playing
Latai - Vinod Rathod

Latai

Vinod Rathod

00:00

04:33

Similar recommendations

Lyric

ডিং-ডিং-ডিগানা, রসের খাজানা

দেখি না কার কত দম

থৈথৈ রসেতে, তোর full toss-তে

সেজেছি মালাই চমচম

নোনতা ঝালে জিভ পোড়ালে

পড়েছো প্রেমের ফাঁদে

যতই ঘুড়ি ওড়াও রাতে

লাটাই তো আমার হাতে

আরে যতই ঘুড়ি ওড়াও রাতে

লাটাই তো আমার হাতে

যৌবনের রঙ যেই ধরেছে

মৌমাছিদের মধু চাই

নেশার ঘোরে রাত বিরাতে

হুল ফোটানোর ধান্দায়

রাত পাহারা যতই থাকো

বয়ে গেছে আমার তাতে

সুযোগ বুঝে সিঁধ কেটে রোজ

মাতবো রসের মৌতাতে

যতই ঘুড়ি ওড়াও রাতে

যতই ঘুড়ি ওড়াও রাতে

লাটাই তো আমার হাতে

আরে, যতই ঘুড়ি ওড়াও রাতে

লাটাই তো আমার হাতে

দিনদুপুরে রসের নাগর

চুটকিতে बन गया চোর

इधर का माल करलो उधर

সাঁট করে one two का four

আরে, दिल की रानी, दिल की धड़कन

তোর সাথে আজ मुलाकात-এ

হচ্ছে গরম চোরা পকেট

পারবি কে আমায় আটকাতে?

যতই ঘুড়ি ওড়াস রাতে

যতই ঘুড়ি ওড়াস রাতে

লাটাই তো আমার হাতে

যতই ঘুড়ি ওড়াস রাতে

লাটাই তো আমার হাতে

রিং-ডিং-ডিগানা, রসের খাজানা

দেখি না কার কত দম

থৈথৈ রসেতে, তোর full toss-তে

সেজেছি মালাই চমচম

নোনতা ঝালে জিভ পোড়ালে

পড়েছো প্রেমের ফাঁদে

যতই ঘুড়ি ওড়াও রাতে

লাটাই তো আমার হাতে

আরে, যতই ঘুড়ি ওড়াও রাতে

লাটাই তো আমার হাতে

হায় রে, হায়

- It's already the end -