00:00
03:58
কোনো এক সকালে
তোকে প্রথম দেখেছি
মনের এই গভীরে
তোকে আমার করেছি
গোধূলির রং আলতো ছোঁয়ায়
ছুঁয়ে দে আমায় একটুখানি
সাঁঝ নেমে অন্ধকারে
হাতে হাত রেখে উড়ে বেড়াই
উড়ে বেড়াই
আজ ঘুরে ঘুরে মন উড়ে উড়ে
তোকে চাই কাছে বারে বার
মন দেওয়ানা, করে ছলনা
তোকে খুঁজে ফিরি বারবার
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই
♪
দেখে লাগে জানি কেমন
বোঝাতে পারিনি আমি তখন
মায়াভরা চোখে চেয়ে
আমাকে করেছে শেষ
আমিও হয়েছি পাগল
তোকে ছাড়া আমার কাটে না সময়
কীভাবে বোঝাই তোকে কত করে চাই
রাতদিন আমার কাটে নিরালায় ভেবে
কী জাদু চোখে, কী মায়া জড়ালে
আজ উড়ে উড়ে মন ঘুরে ঘুরে
তোকে চাই কাছে বারে বার
মন দেওয়ানা, করে ছলনা
তোকে খুঁজে ফিরি বারবার
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই