background cover of music playing
Tomay Niyei Golpo Hok - Anupam Roy

Tomay Niyei Golpo Hok

Anupam Roy

00:00

03:21

Similar recommendations

Lyric

ভিজছে কাক, আয়না থাক

দেখুক তোমায় ফুলের দল

পথের বাঁক আনতে যাক

বৃষ্টিধোয়া কলসী জল

শহরতলী জুড়ে

গলির মোড়ে মোড়ে

তোমায় নিয়েই গল্প হোক

ভিজছে কাক, আয়না থাক

দেখুক তোমায় ফুলের দল

পথের বাঁক আনতে যাক

বৃষ্টিধোয়া কলসী জল

শহরতলী জুড়ে

গলির মোড়ে মোড়ে

তোমায় নিয়েই গল্প হোক

জানি তোমার ছন্দে

অন্ত্যমিল নেই

তোমার ঊর্ধ্বগামী

বালিশ ছেঁড়া স্বপ্ন ধোঁয়া

উড়ছে, উড়ুক

উড়ছে, উড়ুক

তোমার চোখ মেঘলা হোক

তোমার কথাই পড়ছে মন

আঙুল ছোঁয়া মুদ্রাদোষ

তোমার কথার খুব ওজন

হাজার করতালি

তোমায় বলে খালি

তোমায় নিয়েই গল্প হোক

জানি তোমার ছন্দে

অন্ত্যমিল নেই

তোমার ঊর্ধ্বগামী

বালিশ ছেঁড়া স্বপ্ন ধোঁয়া

উড়ছে, উড়ুক

উড়ছে, উড়ুক

উড়ছে, উড়ুক

উড়ছে, উড়ুক

জানি তোমার ছন্দে

অন্ত্যমিল নেই

তোমার ঊর্ধ্বগামী

বালিশ ছেঁড়া স্বপ্ন ধোঁয়া

উড়ছে, উড়ুক

উড়ছে, উড়ুক

উড়ছে, উড়ুক

- It's already the end -