background cover of music playing
Amar Mawte (Female) - Anupam Roy

Amar Mawte (Female)

Anupam Roy

00:00

05:30

Song Introduction

暂时没有该首歌曲的相关资讯。

Similar recommendations

Lyric

কতবার তোর আয়না ভেঙেচুরে ঘুরে তাকাই

আমার মতে তোর মতন কেউ নেই

কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই

আমার মতে তোর মতন কেউ নেই

এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার

এ মৃত মহাদেশে রোদ্দুর বারবার

হয়তো নদীর কোনো রেশ

রাখতে পারিনি অবশেষ

অথবা খেলায় সব হাতগুলো হারবার

পরেও খেলেছি এক দান

বুঝিনি কিসের এত টান

কখনো চটি জামা ছেড়ে রেখে

রাস্তায় এসে দাঁড়া

কখনো চটি জামা ছেড়ে রেখে

রাস্তায় এসে দাঁড়া

কতবার তোর আয়না ভেঙেচুরে ঘুরে তাকাই

আমার মতে তোর মতন কেউ নেই

কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই

আমার মতে তোর মতন কেউ নেই

তোর বাড়ির পথে যুক্তির সৈন্য

তোর বাড়ির পথে যুক্তির সৈন্য

যতটা লুকিয়ে কবিতায়

তারও বেশী ধরা পড়ে যায়

তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক

কষতে বারণ ছিলো তাই

কিছুই বোঝা গেল না প্রায়

কখনো চটি জামা ছেড়ে রেখে

রাস্তায় এসে দাঁড়া

কখনো চটি জামা ছেড়ে রেখে

রাস্তায় এসে দাঁড়া

কতবার তোর আয়না ভেঙেচুরে ঘুরে তাকাই

আমার মতে তোর মতন কেউ নেই

কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই

আমার মতে তোর মতন কেউ নেই

আমার মতে তোর মতন কেউ নেই

আমার মতে তোর মতন কেউ নেই

- It's already the end -