00:00
05:20
《Amar Bhitor O Bahire》 হল জনপ্রিয় গায়িকা সোমলতা এবং দ্য এসেস দ্বারা পরিবেশিত একটি সুরেলা গান। এই গানটি বাংলা সঙ্গীতের সঙ্গে আধুনিক রক মিউজিকের মিশ্রণ ঘটিয়ে শ্রোতাদের মন জয় করেছে। গানের কথা অনুভূতির গভীরতা এবং ব্যক্তিগত ও বাহ্যিক জীবনের অনন্ত দ্বন্দ্বকে তুলে ধরে। সোমলতার মর্মস্পর্শী কণ্ঠস্বর এবং দ্য এসেসের সুরেলা বেজেশন গানটিকে অনন্য করেছে। প্রকাশের পর থেকেই এটি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং সমালোচকদের থেকে বিশেষ প্রশংসা পেয়েছে।
ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
♪
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
♪
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
♪
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি
দিও তোমার মালাখানি
বাউলের এই মনটারে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি-