background cover of music playing
Amar Bhitor O Bahire - Somlata And The Aces

Amar Bhitor O Bahire

Somlata And The Aces

00:00

05:20

Song Introduction

《Amar Bhitor O Bahire》 হল জনপ্রিয় গায়িকা সোমলতা এবং দ্য এসেস দ্বারা পরিবেশিত একটি সুরেলা গান। এই গানটি বাংলা সঙ্গীতের সঙ্গে আধুনিক রক মিউজিকের মিশ্রণ ঘটিয়ে শ্রোতাদের মন জয় করেছে। গানের কথা অনুভূতির গভীরতা এবং ব্যক্তিগত ও বাহ্যিক জীবনের অনন্ত দ্বন্দ্বকে তুলে ধরে। সোমলতার মর্মস্পর্শী কণ্ঠস্বর এবং দ্য এসেসের সুরেলা বেজেশন গানটিকে অনন্য করেছে। প্রকাশের পর থেকেই এটি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং সমালোচকদের থেকে বিশেষ প্রশংসা পেয়েছে।

Similar recommendations

Lyric

ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

ঢেকে রাখে যেমন কুসুম

পাপড়ির আবডালে ফসলের ঘুম

ঢেকে রাখে যেমন কুসুম

পাপড়ির আবডালে ফসলের ঘুম

তেমনি তোমার নিবিড় চলা

তেমনি তোমার নিবিড় চলা

মরমের মূল পথ ধরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

পুষে রাখে যেমন ঝিনুক

খোলসের আবরণে মুক্তোর সুখ

পুষে রাখে যেমন ঝিনুক

খোলসের আবরণে মুক্তোর সুখ

তেমনি তোমার গভীর ছোঁয়া

তেমনি তোমার গভীর ছোঁয়া

ভিতরের নীল বন্দরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

ভালো আছি, ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো

ভালো আছি, ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো

দিও তোমার মালাখানি

দিও তোমার মালাখানি

বাউলের এই মনটারে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি-

- It's already the end -