background cover of music playing
Ekla Akash (Female) - Shreya Ghoshal

Ekla Akash (Female)

Shreya Ghoshal

00:00

03:48

Song Introduction

এই গানটির সম্পর্কে আপাতত কোন তথ্য নেই।

Similar recommendations

Lyric

আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে

শুধু তোমায় ভালোবেসে

আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে

শুধু তোমায় ভালোবেসে

তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে

ভোরের শিশির ঠোট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে

আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে

শুধু তোমায় ভালোবেসে

আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন

আমি চাইতাম, পেতে চাইতাম

শুধু তোমার টেলিফোন

ঘর ভরা দুপুর, আমার একলা থাকার সুর

রোদ গাইতো, আমি ভাবতাম

তুমি কোথায় কতদূর

আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে

শুধু তোমায় ভালোবেসে

আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে

শুধু তোমায় ভালোবেসে

অলস মেঘলা মন

আমার আবছা ঘরের কোণ

চেয়ে রইতো, ছুঁতে চাইতো

তুমি আসবে আর কখন

শ্রান্ত ঘুঘুর ডাক

ধূলো মাখা বইয়ের তাক

যেন বলছে, বলে চলছে

থাক অপেক্ষাতেই থাক

আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে

শুধু তোমায় ভালোবেসে

আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে

শুধু তোমায় ভালোবেসে

- It's already the end -