background cover of music playing
Har Kala - AvoidRafa

Har Kala

AvoidRafa

00:00

05:31

Song Introduction

এই গানটির সম্পর্কে বর্তমানে কোন তথ্য পাওয়া যায়নি।

Similar recommendations

Lyric

মন রে

হাইলা লোকের লাঙ্গল বাঁকা

জনম বাঁকা চান্দ রে

জনম বাঁকা চান্দ

হাইলা লোকের লাঙ্গল বাঁকা

জনম বাঁকা চান্দ রে

জনম বাঁকা চান্দ

তার চাইতে অধিক বাঁকা, হায় হায়

তার চাইতে অধিক বাঁকা

যারে দিছি প্রাণ রে

দুরন্ত পরবাসী

আমার হাড় কালা করলাম রে

ও আমার দেহ কালার লাইগা রে

আমার অন্তর কালা করলাম রে

দুরন্ত পরবাসী

মন রে

হাড় হইলো জড় জড়

অন্তর হইলো পুড়া রে

আমার অন্তর হইলো পুড়া

হাড় হইলো জড় জড়

অন্তর হইলো পুড়া রে

আমার অন্তর হইলো পুড়া

পিরিতি ছাড়িয়া গেছে, হায় হায়

পিরিতি ছাড়িয়া গেছে

তবু নাহি গেছে প্রাণ রে

দুরন্ত পরবাসী

আমার হাড় কালা করলাম রে

ও আমার দেহ কালার লাইগা রে

আমার অন্তর কালা করলাম রে

দুরন্ত পরবাসী

ও মন রে

- It's already the end -