00:00
07:01
আর্টসেল ব্যান্ডের "পথ চলা" গানটি তাদের অন্যতম সেরা সৃষ্টিগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। এই গানটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত এবং সমাজের বিভিন্ন বাস্তবতা ও চ্যালেঞ্জকে নিয়ে আলোচনা করে। শক্তিশালী গিটার রিফ এবং গভীর লিরিক্সের মাধ্যমে "পথ চলা" শ্রোতাদের মন ছুঁয়ে যায়। গানটি রিলিজ হওয়ার পর থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং বাঙালি সংগীতপ্রেমীদের মধ্যে একটি অনবদ্য স্থান করে নিয়েছে। আর্টসেল ব্যান্ডের এই সাফল্য তাদের সঙ্গীতের গভীরতা এবং সামাজিক সচেতনতার পরিচায়ক।
আমার পথ চলা আমার পথে
যেন বেলা শেষে আকাশ কার মোহে
আমার স্বপ্ন আমার সাথে
যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে
খুঁজে পায় জীবনের তীর
জীবনকে কোনো স্বপ্ন ভেবে
আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটি ক্ষণ
শোনায় তার আহবান
♪
আমার আলোয় আলোকিত
হতে চেয়ে আধাঁরে মিলিয়ে
আমার স্বপ্ন আমার সাথে
যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে
খুঁজে পায় জীবনের তীর
জীবনকে কোনো স্বপ্ন ভেবে
আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটি ক্ষণ
শোনায় তার আহবান
♪
আমি আজ নেই তবু
কত সুর ওঠে বেজে
তোমার ঐ গানের মাঝে
এই পথ গেছে মিশে
আমার বেলা শেষে
স্বপ্ন ফিরে আসে
পৃথিবীর দূর দেশে
জীবনকে কোনো এক স্বপ্ন ভেবে
♪
আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটি ক্ষণ
শোনায় তার আহবান
♪
(কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটি ক্ষণ
শোনায় তার আহবান)