background cover of music playing
Bhule Jeo - Amrita Singh

Bhule Jeo

Amrita Singh

00:00

05:23

Song Introduction

এই গানের সম্পর্কে বর্তমানে কোন তথ্য নেই।

Similar recommendations

Lyric

পা নি সা রে গা নি সা রে নি সা পা রে

গা মা গা মা গা নি সা গা মা গা

মা গা মা পা নি সা পা ধা মা গা রে

পা মা গা রে গা নি

পা নি সা রে গা নি সা

ভুলে যেও আমাকে

কী আমার নাম? কে ছিলাম?

ভুলে যেও আমাকে

কী আমার নাম? কে ছিলাম?

যা পেয়েছি না চাইতেই

চেয়ো না ক্ষতিপূরণ

যা দিয়েছি না চাইতেই

দিয়ো না তার দাম

ভুলে যেও আমাকে

সা রে মা পা নি সা

সা রে মা পা নি সা পা ধা মা গা রে

রে পা মা রে গা নি সা

আমারও জানা ছিল না, তোমার কারণগুলো

এখনও ধুয়ে ফেলি নি তোমারই ফেলে যাওয়া ধুলো

ও আমারও জানা ছিল না, তোমার কারণগুলো

এখনও ধুয়ে ফেলি নি, তোমারই ফেলে যাওয়া ধুলো

না বলে চলে আসা দিনে

কতবার জেগে ওঠা যায়

কতবার ভালোবাসা ভাঙে

আর কতগুলো নদী জুড়ে যায়

যদি আমাকে ভালোবাসো

তবে কিছুটা পাশে এসো

না, কিছু মনে করো না

যদি চাও, ফেলে দিও।

যদি আমাকে ভালোবাসো

তবে কিছুটা পাশে এসো

না, কিছু মনে করো না

যদি চাও, ফেলে দিও

যা পেয়েছি না চাইতেই

চেয়ো না ক্ষতিপূরণ

যা দিয়েছি না চাইতেই

দিয়ো না তার দাম

ভুলে যেও আমাকে

কী আমার নাম? কে ছিলাম?

ভুলে যেও আমাকে

কী আমার নাম? কে ছিলাম?

- It's already the end -