background cover of music playing
Hansnuhana - Rupam Islam

Hansnuhana

Rupam Islam

00:00

04:54

Song Introduction

এখন এই গানটির সম্পর্কিত কোনো তথ্য নেই।

Similar recommendations

Lyric

ওহ মৌ

তুমি জানো না যে মাঝরাতে

একঘেয়ে এই বিছানাতে

আজও কথা বলি কার সাথে

জানি না

কার কী যায় বা আসে তাতে

তাই গান গাই রাস্তাতে

আর ভুলে যাই পস্তাতে

জীবন

চলছে না আর সোজাপথে

দ্যাখো আজও হাসি কোনওমতে

বেঁচে গেছি বলি হ'তে হ'তে

হয়তো

মরে গেলে হ'ত বেশি ভাল

কেন এত সুখ ফেলে গেল

জীবনের সেরা স্মৃতিগুলো

স্মৃতি এসে রোজ দরজাতে

কড়া নাড়ে আর হাত পাতে

আর ভেঙে পড়ে কান্নাতে

উৎপাতে হয়ে দিশেহারা

তার ভয়ে হই ঘরছাড়া

দিই পলায়নে আশকারা

আমায়

এই প্রাণ

এইভাবে পলাতক হ'ল

তবু যাবে কাঁহাতক বলো

শেষ হয়ে গেলো পেট্রোলও

থামি

সুনসান ফাঁকা বাইপাসে

আর হৃদয়ের সার্কাসে

স্মৃতি দেয় দুয়ো আর হাসে

বলো

ঘৃণা করবে কি প্রিয়তমা

যদি চেয়ে নিতে বলি ক্ষমা

বলি শো-কজটা দিতে জমা

এ হৃদয়

দপ্তর পাল্টাচ্ছে না

অবসর নেওয়া যাচ্ছে না

আরে! ফুটেছে হাসনুহানা

তাকাও

জীবন

চলছে না আর সোজাপথে

দ্যাখো আজও হাসি কোনওমতে

বেঁচে গেছি বলি হ'তে হ'তে

হয়তো

মরে গেলে হ'ত বেশি ভাল

কেন এত সুখ ফেলে গেল

জীবনের সেরা স্মৃতিগুলো

এই প্রাণ

এইভাবে পলাতক হ'ল

তবু যাবে কাঁহাতক বলো

শেষ হয়ে গেলো পেট্রোলও

থামি

সুনসান ফাঁকা বাইপাসে

আর হৃদয়ের সার্কাসে

স্মৃতি দেয় দুয়ো আর হাসে

- It's already the end -