background cover of music playing
Phaka Frame - Anupam Roy

Phaka Frame

Anupam Roy

00:00

05:45

Song Introduction

এই গানটির সম্পর্কে বর্তমানে কোনো তথ্য পাওয়া যায়নি।

Similar recommendations

Lyric

ফাঁকা ফ্রেম আর অকেজো হাত ঘড়ি

নিয়ে এখন আমি কি করি

এন্টেনায় আর অশ্বথের ডালে

ঝুলে থাকি প্রত্যেক সকালে।

শহুরে সন্ধ্যায়, বন্দরে

রুমাল নেড়ে আমি জাহাজ তাড়াই

অনেক রাতে স্টেশানে

প্লাটফর্ম গুলোতে ভিখিরি সাজাই।

দেড়'শ বছর আগেও আমি

তোমায় খুঁজে পথের ধারে

ক্লান্ত হয়ে শুয়ে ছিলাম

এভাবেই ঠিক অন্ধকারে

এখন তুমি খুঁজতে এলে?

আজ দেড়'শ বছর আগেও আমি

তোমায় চেয়ে গান লিখেছি

পুকুর ধারে জলের গন্ধে

বাংলাভাষায় চোখ ধুয়েছি

এখন তুমি খুজতে এলে?

ম্যানহোল আর কলেজ স্ট্রীটের গলি

তোদের সাথে অন্য কথা বলি

Miyazaki আর সত্যজিতে মাখা

Truffaut এর দিন আমার জন্য রাখা।

শহুরে সন্ধ্যায়, বন্দরে

রুমাল নেড়ে আমি জাহাজ তাড়াই

অনেক রাতে স্টেশানে

প্লাটফর্ম গুলোতে ভিখিরি সাজাই।

দেড়'শ বছর আগেও আমি

তোমায় খুঁজে পথের ধারে

ক্লান্ত হয়ে শুয়ে ছিলাম

এভাবেই ঠিক অন্ধকারে

এখন তুমি খুঁজতে এলে?

আজ দেড়'শ বছর আগেও আমি

তোমায় চেয়ে গান লিখেছি

পুকুর ধারে জলের গন্ধে

বাংলাভাষায় চোখ ধুয়েছি

এখন তুমি খুজতে এলে?

- It's already the end -