background cover of music playing
Ohona - Subconscious

Ohona

Subconscious

00:00

04:39

Song Introduction

বর্তমানে এই গানটির সম্পর্কিত কোনও তথ্য নেই।

Similar recommendations

Lyric

Okay light camera one two three action

Welcome back everyone

Now we are broadcasting live

From the campus of a very well known university of Dhaka

This is a story about a girl

Boy meets girl, he falls for her

And then let's go see what happens, shell we?

অহনা একটু কথা কহো না

অহনা পেছন ফিরে চাহো না

অহনা একটু কথা কহো না

অহনা পেছন ফিরে চাহো না

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার

দুই চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার

রাতের বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি

তোমায় কিভাবে পাবো আমি

তোমার ঐ চোখেতে হারিয়ে যায় আমার এ মন

ঘন কালো চুল দেখে পাগল যে আমি এখন

হৃদয়ের কথা আমি বলি কারে

আসে না কাছে আমি শুধু ভালবাসি যারে

অহনা একটু কথা কহো না

অহনা পেছন ফিরে চাহো না

অহনা একটু তুমি হাসো না

অহনা কেনো ভালবাসো না?

সামনে দিয়ে যখন তুমি হেঁটে যাও

হৃদয়ের মাঝে আমার ঝড় যে উঠাও

প্রেমে পড়ে আমার কি যে হলো

পাগল হলাম আমি আগে ছিলাম ভালো

স্যারের কথা কিছুই আমার মাথায় ঢোকে না

একদিন তোমায় না দেখে থাকতে পারি না

নীল জোছনায় শোনাবো গান তোমায়

শুধু তুমি ভালবাসো যে আমায়

অহনা একটু কথা কহো না

অহনা পেছন ফিরে চাহো না

অহনা একটু তুমি হাসো না

অহনা কেনো ভালবাসো না

অনেক দিন হলো তুমি কলেজ আসো না

মনের মাঝে তাই সুর বাজে না

কোথায় হারালে আমার মনের রানী

আমি হবো যে তোমার জীবনের খনি

এহে অহনা ক্যান্টিনে আসো না

এহে অহনা একটু কাছে বসো না

এহে অহনা কেন ভালবাসো না

এহে অহনা কিছু ভালো লাগে না

অহনা একটু কথা কহো না

অহনা পেছন ফিরে চাহো না

অহনা একটু তুমি হাসো না

অহনা কেনো ভালবাসো না

এহে অহনা কেনো ফোন করো না

এহে অহনা কেনো ক্লাসে আসো না

এহে অহনা নোট কি তোমার লাগবে না

এহে অহনা বেইলি রোডে চলো না

অহনা একটু কথা কহো না

অহনা পেছন ফিরে চাহো না

অহনা একটু তুমি হাসো না

অহনা কেনো ভালবাসো না

অহনা একটু কথা কহো না

অহনা পেছন ফিরে চাহো না

অহনা একটু তুমি হাসো না

অহনা কেনো ভালবাসো না

- It's already the end -