background cover of music playing
O Mon Re - Tanveer Evan

O Mon Re

Tanveer Evan

00:00

04:18

Song Introduction

এই গান সম্পর্কে আপাতত কোনো তথ্য নেই।

Similar recommendations

Lyric

অবুঝ এ মন বোঝেনা বারণ

করে উচাটন সারাক্ষণ

বিনিময়ে তোকে চাওয়া

ফিরে পাওয়ার আবেদন

মন বোঝেনা, মন শোনেনা

কারে বলি এ মনের কথা

মন বোঝেনা, মন সহেনা

কারে বলি এ ব্যাকুলতা

ও মন রে... মন রে

ও মন রে... মন রে

কথা দেওয়া ছিলো তোমাকে দেখাবো

নতুন এক পৃথিবী

কি করে তা ভুলি তুই তো জানিস

তুই আমারই সবই

জেনে রাখিস মরণে ও

আমার হয়ে তুই থাকবি অন্তরে

হয়ে থাকিস তুই শুধু আমার

দেহ জুড়ে, ও মন রে হে

মন বোঝেনা, মন সহেনা

কারে বলি এ ব্যাকুলতা

ও মন রে... মন রে

ও মন রে... মন রে

বিনিময়ে তোকে চাওয়া

ফিরে পাওয়ার আবেদন

- It's already the end -