00:00
01:36
এই গান সম্পর্কে বর্তমানে কোন তথ্য নেই।
ছেড়ে যেয়ো না, ছেড়ে যেয়ো না
কী করি বলো তুমিহীনা
আমি পারিনি তোমাকে
আপন করে রাখতে
আমি পারিনি তোমাকে আবার
আমার করে রাখতে
তুমি বুঝোনি, আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমান তোমাকে নিয়ে সব গেয়েছি
তুমি বুঝোনি, আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমান তোমাকে নিয়ে সব গেয়েছি
গানে গানে সুরে সুরে কত কথা...