background cover of music playing
Naam Na Jana Pakhi - Duet Version - Arijit Singh

Naam Na Jana Pakhi - Duet Version

Arijit Singh

00:00

04:07

Song Introduction

এই গানের সম্পর্কে বর্তমানে কোন তথ্য নেই।

Similar recommendations

Lyric

আজ এক নাম না জানা কোনো পাখি

ডাক দিলো ঠোঁটে নিয়ে খড়কুটো

আজ এলো কোন অজানা বিকেল

গান দিলো গোধূলি এক মুঠো

তুমি যাবে কি? বলো যাবে কি?

দেখো ডাকছে, ডাকলো কেউ

তুমি পাবে কি? পা-পাবে কি?

সামনে বেপরোয়া ঢেউ

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে, এমনি ভেসে যাই

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে, এমনি ভেসে যাই

আজ এক নাম না জানা কোনো হাওয়া

চোখ বুজে ভাবছে বেয়াদব ধূলো

টুপটাপ বৃষ্টিফোঁটা গেল থেমে

ভেজাভেজা খিড়কি দরজা তুমি খুলো

তুমি যাবে কি? বলো যাবে কি?

দেখো ডাকছে, ডাকলো কেউ

তুমি পাবে কি? পা-পাবে কি?

সামনে বেপরোয়া ঢেউ

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে, এমনি ভেসে যাই

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে, এমনি ভেসে যাই

আজ যদি গল্প হয় চুপচাপ রুপকথার

লাল নীল কমলা রোদ canvas-এ

আজ যদি বৃষ্টি হয়, জেনো প্রাণপনে ভিজবো খুব

রামধনু উঠবে ঠিক, fantasy

তুমি যাবে কি? বলো যাবে কি?

দেখো ডাকছে, ডাকলো কেউ

তুমি পাবে কি? পা-পাবে কি?

সামনে বেপরোয়া ঢেউ

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে, এমনি ভেসে যাই

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে, এমনি ভেসে যাই

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে, এমনি ভেসে যাই

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে, এমনি ভেসে যাই

- It's already the end -