background cover of music playing
Jawl Phoring 2.0 - Anupam Roy

Jawl Phoring 2.0

Anupam Roy

00:00

04:15

Song Introduction

এই গানটির সংক্রান্ত কোনো তথ্য আপাতত নেই।

Similar recommendations

Lyric

তুই চিরদিন

তোর দরজা খুলে থাকিস

অবাধ আনাগোনার

হিসেব কেন রাখিস?

সাক্ষাৎ আলাদিন

তোর প্রদীপ ভরা জ্বীনে

কেন খুঁজতে যাস আমায়

সাজানো magazine-এ

কোন বালিশে ঘুম

কোন দেওয়ালে মশারী

কোন ফেনায় কম সাবান

কোন ছুরিতে তরকারী

যাচ্ছে চলে, যাক

তবু ময়লা পেলো collar

আলতো রাখছে হাত

হয়তো অন্য কথা বলার

তোর এ সকাল-ঘুম ভেঙে দিতে পারি

তোর এ বিকেল-ঘুড়ি ছিঁড়ে দিতে পারি

তোকে আলোর আলপিন দিতে পারি

তোকে বসন্তের দিন দিতে পারি

আমাকে খুঁজে দে জল ফড়িং

ভেজা রেলগাড়ি

হয়তো সবুজ ছুঁয়ে ফেলে

আর সারাটা পথ

ভীষণ খামখেয়ালে চলে

তারপর বেরোয় মেঘ

আর তারায় ভরা station

একটু থামতে চায়

প্রেমিকের inspiration

তোর এ সকাল-ঘুম ভেঙে দিতে পারি পারি

তোর এ বিকেল-ঘুড়ি ছিঁড়ে দিতে পারি

তোকে আলোর আলপিন দিতে পারি

তোকে বসন্তের দিন দিতে পারি

আমাকে খুঁজে দে জল ফড়িং

তোর এ সকাল-ঘুম ভেঙে দিতে পারি পারি

তোর এ বিকেল-ঘুড়ি ছিঁড়ে দিতে পারি

তোকে আলোর আলপিন দিতে পারি

তোকে বসন্তের দিন দিতে পারি

তোর এ সকাল-ঘুম ভেঙে দিতে পারি (পারি)

তোর এ বিকেল-ঘুড়ি ছিঁড়ে দিতে পারি (পারি)

তোকে আলোর আলপিন দিতে পারি (পারি)

তোকে বসন্তের দিন দিতে পারি (পারি)

আমাকে খুঁজে দে জল ফড়িং

আমাকে খুঁজে দে জল ফড়িং

আমাকে খুঁজে দে জল ফড়িং

- It's already the end -