00:00
04:30
বর্তমানে এই গানের সম্পর্কিত কোনও তথ্য নেই।
এইতো আমি চাই
মাখবো গায়ে সোনা
হাত বাড়ালেই ছাই
আবার কখন ঘিরছে আমায়
চাদর সকাল ভাঙছে আওয়াজ ঘুম
ও, বুনতে বুনতে ফুরোয় সময়
গুনতে গুনতে দিন
ও, এইতো আমি চাই
মাখবো গায়ে সোনা
হাত বাড়ালেই ছাই
আবার কখন ঘিরছে আমায়
চাদর সকাল ভাঙছে আওয়াজ ঘুম
ও, বুনতে বুনতে ফুরোয় সময়
গুনতে গুনতে দিন
ও, এইতো আমি চাই
♪
এভাবেই চল খেলি
আমাকে যা খুশি ডাকিস
ঘাস ছুঁলে পা দুটো
কেন তুই চোখ বুজে থাকিস?
আমিও আদরে পড়ছি ধরা
আমিও আদরে পড়ছি ধরা
এইতো আমি চাই
মাখবো গায়ে সোনা
♪
চল এবার ফিরে যাই
মেখে দেখি শহর-গলি
শোরগোলে মুখ তুলে
তোকে ঠিক কোন কথা বলি?
আমিও আদরে পড়ছি ধরা
আমিও আদরে পড়ছি ধরা
এইতো আমি চাই
মাখবো গায়ে সোনা
হাত বাড়ালেই ছাই
আবার কখন ঘিরছে আমায়
চাদর সকাল ভাঙছে আওয়াজ ঘুম
ও, বুনতে বুনতে ফুরোয় সময়
গুনতে গুনতে দিন
ও, এইতো আমি চাই
এইতো আমি চাই
এইতো আমি চাই