background cover of music playing
Bandhu Tomaye - Chandrabindoo

Bandhu Tomaye

Chandrabindoo

00:00

07:33

Song Introduction

চাঁদ্রবিন্দূ-এর "বন্ধু তোমায়" একটি জনপ্রিয় গান যা দলের সৃজনশীলতা এবং সঙ্গীতের বৈচিত্র্যের নিদর্শন। এই গানটি বন্ধুত্বের গভীরতা ও মধুরতা প্রকাশ করে, যা শ্রোতাদের হৃদয়ে আনন্দ এবং অনুপ্রেরণা জোগায়। চাঁদ্রবিন্দূ-এর স্বতন্ত্র সুর এবং কথ্য শৈলী "বন্ধু তোমায়" কে বাংলা সঙ্গীত প্রেমীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছে। গানটির লিরিক্স এবং মেলোডি একত্রে একটি মায়াবী পরিবেশ তৈরি করে, যা প্রতিটি শ্রোতাকে স্পর্শ করে।

Similar recommendations

Lyric

ছেঁড়া ঘুড়ি, রঙিন বল- এইটুকুই সম্বল

আর ছিলো রোদ্দুরে পাওয়া বিকেল বেলা

বাজে বকা রাত্রিদিন, Asterix, Tintin

এলোমেলো কথা উড়ে যেতো হাসির ঠেলায়

সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে

সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে

সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে

সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে

হাওয়ায় হাওয়ায়

হাওয়ায় হাওয়ায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

গল্পের মতো

ইশকুল বাড়ি

জমে ওঠা ক্ষত

খেলবো না, আড়ি

গল্পের মতো (গল্পের মতো)

ইশকুল বাড়ি (ইশকুল বাড়িটা)

জমে ওঠা ক্ষত (জমে জমে ওঠা ক্ষত)

খেলবো না, আড়ি

সে খেলা কানাগলি রোজ চুপিসারে

এবং আগুন ছিলো last counter-এ

সে খেলা কানাগলি রোজ চুপিসারে

এবং আগুন ছিলো last counter-এ

হাওয়ায় হাওয়ায়

হাওয়ায় হাওয়ায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

বইমেলা ধূলো

গার্গী, শ্রেয়সী

চেনা মুখগুলো

পরিচিত হাসি

বইমেলা ধূলো (বইমেলা ধূলো)

গার্গী, শ্রেয়সী (শুধু গার্গী, শ্রেয়সী)

চেনা মুখগুলো (চেনা চেনা মুখগুলো)

পরিচিত হাসি

সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে

সাহসী চুম্বন আজও পারেনি সে

সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে

সাহসী চুম্বন আজও পারেনি সে

হাওয়ায় হাওয়ায়

হাওয়ায় হাওয়ায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

ছেঁড়া ছবি, স্ফটিক জল- এইটুকুই সম্বল

বাদবাকি রোজ চলে যাওয়া বিকেল বেলায়

একঘেয়ে ক্লান্ত দিন, Calmpose, Aspirin

যানজটে দেরী হয়ে গেল বিকাল বেলায়

মরা মাছের চোখ যায় যদ্দূরে

শুকানো জলছবি আজও রোদ্দুরে

মরা মাছের চোখ যায় যদ্দূরে

শুকানো জলছবি আজও রোদ্দুরে

হাওয়ায় হাওয়ায়

হাওয়ায় হাওয়ায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

বন্ধু তোমায় এ গান শোনাবো...

- It's already the end -