background cover of music playing
Jiya Tui Chara - From "Biye Bibhrat" - Ranajoy Bhattacharjee

Jiya Tui Chara - From "Biye Bibhrat"

Ranajoy Bhattacharjee

00:00

03:11

Song Introduction

**জিয়া তুই ছাড়া** গানটি বাংলা চলচ্চিত্র **বিয়ে বিরহত** থেকে। এই গানটি রণজয় ভট্টাচার্যের কণ্ঠে প্রকাশিত হয়েছিল এবং দর্শকদের মধ্যে বেশ ভালো প্রিয়তা অর্জন করেছে। সঙ্গীতের মেলডি এবং আবেগপূর্ণ লিরিক্স দর্শকদের হৃদয়ে গভীরভাবে ছড়িয়ে পড়েছে। গানটি চলচ্চিত্রের গল্পকে আরও সমৃদ্ধ ও অর্থবহ করে তুলেছে, যা প্রেম ও সম্পর্কের বিভিন্ন দিককে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

Similar recommendations

Lyric

লাগে না, লাগে না

আজ जिया তুই ছাড়া

ডাকি, তাও জাগে না

চায় হৃদয় তোর সাড়া

লাগে না, লাগে না

আজ जिया তুই ছাড়া

ডাকি, তাও জাগে না

চায় হৃদয় তোর সাড়া

রং মেশায় দিন-রাতে

এ দু'চোখের দরিয়াতে

কে আর তুই ছাড়া?

লাগে না, লাগে না

আজ जिया তুই ছাড়া

ডাকি, তাও জাগে না

চায় হৃদয় তোর সাড়া

ছুঁয়ে দিলে মন-বীণা বেজে ওঠে যে

দে ভিজিয়ে শুধু যেন আঁখি না ভেজে

জানি না কিভাবে তোকে বলি এ আমি

কত রাগই থেকে যাবে হয়ে বেনামী

মরমিয়া মন মানে না এখন

কেন সে बावरा?

রং মেশায় দিন-রাতে

এ দু'চোখের দরিয়াতে

কে আর তুই ছাড়া?

লাগে না, লাগে না

আজ जिया তুই ছাড়া

ডাকি, তাও জাগে না

চায় হৃদয় তোর সাড়া

রং মেশায় দিন-রাতে

এ দু'চোখের দরিয়াতে

কে আর তুই ছাড়া?

লাগে না, লাগে না

আজ जिया তুই ছাড়া

ডাকি, তাও জাগে না

চায় হৃদয় তোর সাড়া

- It's already the end -