background cover of music playing
Na Re Na - Arijit Singh

Na Re Na

Arijit Singh

00:00

04:06

Song Introduction

এখনো এই গানটির সাথে সম্পর্কিত কোনও তথ্য নেই

Similar recommendations

Lyric

না রে না, আর তো পারে না

মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়

না রে না, কারো ধার ধরে না

দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়

বাড়িতে, দোকানে, এখানে, ওখানে

যেখানে সেখানে বানভাসি

ওই, গলিতে, পাড়াতে, ডাকেতে, সাড়াতে

দাঁড়াতে-টাড়াতে ভালোবাসি

আমি তো free-তেই নাজেহাল

এক ললনা করেছে ইন্দ্রজাল

কে সামলায় আমায় এই অবস্থায়?

না রে না, আর তো পারে না

মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়

পড়েছি ভালোবাসায়

আর কে আমাকে পায়

আমিও এবার park-এ বেড়াব, কখনওবা cinema-য়

এই, auto-তে, bus-এ তে seat

পাশাপাশি হবে fit

আমিও এবার rocking রোমিও, করব মন যা চায়

ও দেখো না office-এ হচ্ছে late

হয়েছি প্রেমেতে graduate

কে সামলায় আমায় এই অবস্থায়?

না রে না, আর তো পারে না

মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়

ঢুলুঢুলু চোখে চায়

কত কী যে বলে যায়

যেই না হেসেছে সেইতো ফেঁসেছি আমি মাঝগঙ্গায়

এই, চাপা চাপা ঠোঁটে তার

১০০-টে তলোয়ার

মনে হয় শুনি যা বলে এখুনি, ফিদা হয়ে গেছি হায়

ও আমি তো free-তেই নাজেহাল

এক ললনা করেছে ইন্দ্রজাল

কে সামলায় আমায় এই অবস্থায়?

না রে না, আর তো পারে না

মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়

না রে না, কারো ধার ধরে না

দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়

বাড়িতে, দোকানে, এখানে, ওখানে

যেখানে সেখানে বানভাসি

ওই, গলিতে, পাড়াতে, ডাকেতে, সাড়াতে

দাঁড়াতে-টাড়াতে ভালোবাসি

আমি তো free-তেই নাজেহাল

এক ললনা করেছে ইন্দ্রজাল

কে সামলায় আমায় এই অবস্থায়?

না রে না, আর তো পারে না

মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়

- It's already the end -