background cover of music playing
Rangabati (From "Gotro") - Surojit Chatterjee

Rangabati (From "Gotro")

Surojit Chatterjee

00:00

03:53

Song Introduction

‘Rangabati’ গানটি সুরজিৎ চট্টোপাধ্যায়ের মাধ্যমে "Gotro" প্রজেক্টে তুলে ধরা হয়েছে। এটি একটি জনপ্রিয় বাঙ্গালী নরমাল গান যা সুর ও গানের মেলবন্ধনে শ্রোতাদের মন জয় করেছে। সুরজিৎ চট্টোপাধ্যায়ের মিষ্টি কণ্ঠস্বর এই গানের সুরকে আরও গভীর এবং অর্থবহ করেছে। "Gotro" প্রজেক্টের আওতায় এই rendition-এ আধুনিক সঙ্গীত উপাদান যুক্ত করা হয়েছে, যা প্রচলিত এবং সমসাময়িক সঙ্গীতপ্রেমীদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয়েছে। গানের সুর এবং লিরিক্স উভয়ই শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছে।

Similar recommendations

Lyric

ও রঙ্গবতী রে রঙ্গবতী

আরে রঙ্গবতী রঙ্গবতী কনকলতা

হসি পদে কহন কথা

হায় গো লাজে লাজে, লাজে লাজে

হে লাজে লাজে, লাজে লাজে

লাজে লাজে লাই যাউছে মাথা মোর

নাই করো, নাই করো ওথা

আরে মিত্র ভানু গুনতে আর কথায়

প্রভুদত্ত প্রধান করিল সুর

এত সুন্দর গীত আমাদের!

এই গীত একটু তোমাদের ভাষায় শুনাবো নাকি গো

ও রঙ্গবতী রে রঙ্গবতী

ও রঙ্গবতী রে রঙ্গবতী

রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে

হাবুডুবু তোমারই কথা

রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে

হাবুডুবু তোমারই কথা

হায় গো লাজে, লাজে লাজে

হায় গো লাজে, লাজে লাজে

হায়, লাজে লাজে মরে রই রসিক নাগর

মোর নাই কোনো নাই কোনো ব্যথা

লাজে লাজে মরে রই রসিক নাগর

মোর নাই কোনো নাই কোনো ব্যথা

স্বপন দিলে স্বপন

স্বপন আবার দিলে স্বপন

রূপে তোমার মরি বাঁচি বক্ষ জুড়ে হাহাকার

রঙ্গবতী, রঙ্গবতী

ও রঙ্গবতী রে রঙ্গবতী

ও রঙ্গবতী রে রঙ্গবতী

প্রিয়া প্রিয়ার নোলক, হাতে কাঁকনও

মন বিহঙ্গনও আমার জীবনও

ধুলায় উড়ি যায় রে

প্রিয়া প্রিয়ার নোলক, হাতে কাঁকনও

মন বিহঙ্গনও আমার জীবনও

ধুলায় উড়ি উড়ি উড়ি যায় রে

মুখে কোনো কথা নাই যে গো

মুখে কোনো কথা নাই যে গো

মুখে কোনো কথা নাই শুধু আকারে সাকারে

আঁখিরও বাহারে সরষা ক্ষেতে দুইজন গো

মন আকারে সাকারে আঁখিরও বাহারে

সরষা ক্ষেতে বসে গো

ডুবে ডুবে ডুবে আমার অন্তর পুড়িল

ডুবে ডুবে ডুবে আমার অন্তর পুড়িল

কুহু-কুহু ডাকে আমার বুকের মাঝে হয় তোলপাড়

রঙ্গবতী, রঙ্গবতী

ও রঙ্গবতী রে রঙ্গবতী

ও রঙ্গবতী রে রঙ্গবতী

হায়, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে

হাবুডুবু তোমারই কথা

রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে

হাবুডুবু তোমারই কথা

হায় গো লাজে, লাজে লাজে

হায় গো লাজে, লাজে লাজে

হায়, লাজে লাজে মরে রই রসিক নাগর

মোর নাই কোনো নাই কোনো ব্যথা

রঙ্গবতী রঙ্গবতী কনকলতা

হসি পদে কহন কথা

রঙ্গবতী রঙ্গবতী কনকলতা

হসি পদে কহন কথা

রঙ্গবতী রঙ্গবতী কনকলতা

হসি পদে কহন কথা

- It's already the end -